জয়রথ ছুটছে দিল্লি ক্যাপিটালসের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৭ উইকেটের জয়টি তাদের টানা দ্বিতীয়। তাদের মতো সমান দুই ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিশাখাপত্তনমে ২৪ বল হাতে রেখে পাওয়া জয়টির অন্যতম কারিগর মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি হায়দরাবাদের ব্যাটাররা। স্টার্কের ৫ উইকেটের বিপরীতে দলের জন্য যা করেছেন তা শুধু অনিকেত ভার্মাই। দলীয় ১৬৩ রানের ৭৪ রানই করেছেন ভারতের উদীয়মান ব্যাটার। কখনো প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেট না খেলা ২৩ বছর বয়সী ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ১৮০.৪৮ স্ট্রাইকরেটে। ৬ ছক্কার বিপরীতে চার মেরেছেন ৫টি।
আরো পড়ুন
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে দুঃসংবাদ শুনলেন হার্দিক
হায়দরাবাদের হয়ে বাকি ১০ ব্যাটারের মধ্যে আর দুজনই কেবল দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। ট্রাভিস হেডের ২২ রানের বিপরীতে ৩২ রান করেছেন হেনরিখ ক্ল্যাসেন। ৩.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক।
এতে করে ১৭ বছর পর দিল্লির কোনো বোলার ফাইফারের কীর্তি গড়ল। ২০০৮ সালে সর্বশেষ ডেকান চার্জার্সের হয়ে ১৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক লেগ স্পিনার অমিত মিশ্র।
স্টার্কের আগুণে বোলিংয়ের পর ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। ১৮৫.১৮ স্ট্রাইকরেটে কাঁটায় কাঁটায় ৫০ রানের ইনিংস খেলে দলের জয় সহজ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। ইনিংসটি সাজান সমান ৩ টি করে ছক্কা ও চারে।
৪০ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার আগে ওপেনিং সঙ্গী জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ককে নিয়ে ৮১ রানের দুর্দান্ত জুটি গড়েন।
আরো পড়ুন
মেসির রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান
ম্যাকগার্ক ৩৮ রানে বিদায় নেওয়ার পর ৭ উইকেটের জয়ের কাজটা সারেন অভিষেক পোড়েল ও ত্রিস্তান স্তাবস। পোড়েলের ৩৪ রানের বিপরীতে ২১ রানে অপরাজিত থাকেন স্তাবস। মাঝে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩০০.০০ স্ট্রাইক রেটে ১৫ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল।