সর্বশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও আর দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি নাজমুল হোসেনদের। সেই অপেক্ষা অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার চলতি চক্রে শেষ হওয়ার কথা। দুই টেস্টের সিরিজ খেলতে ২০২৭ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল।
তবে পূর্বনির্ধারিত সফরটির সূচি এগিয়ে আনা হচ্ছে।
২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট ক্রিকেটের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বিশেষ টেস্ট খেলবে। এ ছাড়াও বছরের ওই সময়ে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোর ব্যস্ততা থাকবে। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।
নর্দার্ন টেরিটরিতে হতে পারে সিরিজটি। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
সব মিলিয়ে ২০২৫-২৬ মৌসুমেও ঘরের মাঠে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বশেষ যে সূচি প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকার পর অজিরা আতিথেয়তা দেবে ভারতকে। দুই দল খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজের পর অ্যাশেজের ব্যস্ততা শুরু হবে অস্ট্রেলিয়ার। ক্রিকইনফো