টানা খেলায় বিরক্ত

শেয়ার
টানা খেলায় বিরক্ত

ওসাসুনার বিপক্ষে গত ২০ মার্চ স্থগিত হওয়া ম্যাচটি আগামীকাল খেলতে হবে বার্সেলোনাকে। আন্তর্জাতিক ফুটবল বিরতির ৪৮ ঘণ্টা না পেরোতেই দীর্ঘ ভ্রমণের পর আবার মাঠে নামতে হবে রাফিনিয়া-আরাউহোদের। সব মিলয়ে আগামী ২০ দিনে সাতটি ম্যাচের সূচি আছে বার্সার। টানা খেলার সূচিতে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক।

এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল

চেলসি-টটেনহাম

সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আইএসএল

জামশেদপুর-মোহানবাগান

সেমিফাইনাল, রাত ৮টা, জিও টিভি

এফএ কাপ

নিউক্যাসল-লিভারপুল

হাইলাইটস, সন্ধ্যা ৭টা

টেন ২

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

হাইলাইটস, সকাল ১১-৪৫ মিনিট

টেন ৪

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল

কলকাতা-হায়দরাবাদ

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান

শেয়ার
ওয়ানডে সিরিজও হারল পাকিস্তান

ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি পাকিস্তানের। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরে গেছে সফরকারীরা। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা ফিরেও পারেননি দলের ভাগ্যের চাকা ঘোরাতে। হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৮৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

বড় জয়ে ২-০তে এগিয়ে গিয়ে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা।

শুরুটা প্রত্যাশিত না হলেও মিচেল হাইয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২৯২ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। সাতটি করে ছক্কা এবং চারে ৭৮ বলে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাত নম্বর ব্যাটার হাই। মোহাম্মদ ওয়াসিমের করা ইনিংসের পঞ্চাশতম ওভারে দুটি করে ছক্কা এবং চারে একা ২২ রান নেন এই কিউই ব্যাটার।

ওভারের দ্বিতীয় বল ডট না দিলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিও হয়তো পেয়ে যেতেন তিনি। হাই ১ রানের জন্য শতক পাননি তাতে কী! পাকিস্তানকে ২০৮ রানে গুঁড়িয়ে দিয়ে স্বাগতিকদের বড় জয় এনে দিয়েছেন বেন সিয়ার্স এবং জেকব ডাফিরা। সিয়ার্স পাঁচটি এবং ডাফির শিকার তিন উইকেট। ক্রিকইনফো

মন্তব্য

এগিয়ে আসছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

শেয়ার
এগিয়ে আসছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

সর্বশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও আর দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি নাজমুল হোসেনদের। সেই অপেক্ষা অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার চলতি চক্রে শেষ হওয়ার কথা। দুই টেস্টের সিরিজ খেলতে ২০২৭ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল।

তবে পূর্বনির্ধারিত সফরটির সূচি এগিয়ে আনা হচ্ছে।

২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্ট ক্রিকেটের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বিশেষ টেস্ট খেলবে। এ ছাড়াও বছরের ওই সময়ে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোর ব্যস্ততা থাকবে। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

নর্দার্ন টেরিটরিতে হতে পারে সিরিজটি। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সব মিলিয়ে ২০২৫-২৬ মৌসুমেও ঘরের মাঠে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া সর্বশেষ যে সূচি প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে আসবে দক্ষিণ আফ্রিকা।

সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকার পর অজিরা আতিথেয়তা দেবে ভারতকে। দুই দল খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। এই সিরিজের পর অ্যাশেজের ব্যস্ততা শুরু হবে অস্ট্রেলিয়ার। ক্রিকইনফো

মন্তব্য

সর্বশেষ সংবাদ