ওসাসুনাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ওসাসুনাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ছবি : এএফপি

আন্তর্জাতিক বিরতির ব্যস্ততার কারণে হ্যান্সি ফ্লিক স্কোয়াডে রাখেননি রাফিনিয়া, আরাউহোর মতো নিয়মিত তারকাদের। তাতেও বার্সার ছন্দে ভাটা পড়েনি। ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরো সুসংহত করল কাতালানরা। 

চলতি মৌসুমে দুই দলের প্রথম দেখায় ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা।

ঘরের মাঠে তাদেরকে উড়িয়ে ভালোভাবেই  প্রতিশোধ নিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। বার্সার জয়ে গোল করেছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানদোস্কি।

একাদশ মিনিটে ফেরান তোরেস এগিয়ে নেওয়ার ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব‍্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। ৭৭ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে নামা পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি।

 

ঘরের মাঠে পাওয়া এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত অপরাজিত রইল বার্সা। সব মিলিয়ে ১৯ ম্যাচে অপরাজিত।

এই জয়ে ২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০।

আর তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবরের ঈদের পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষ
ছবি : বাবর আজমের এক্স থেকে

ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্ব। ঈদ উদযাপন করছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঈদের বিশেষ মুহুর্তগুলো।

তেমনি ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। আর সেই ছবি শেয়ার করেই নেটিজেনদের তোরে মুখে পড়েছেন বাবর। 

নেটিজেনদের অনেকেই বাবরের ড্রেস সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর উমায়ের নামের একজন লিখেছেন ‘দুপাট্টা কেদার হ্যায় তেরা’।

অর্থাৎ দুপাট্টা কোথায়? আরেকজন লিখেছেন, মেয়েদের সালোয়ার কামিজ পরা কি জরুরি ছিল? অন্য কিছু পরা যেত। এটাতো কুর্তা পায়জামা কাম সালোয়ার কামিজ। 

এর মধ্যে বাবরের ব্যাটে রান খরার প্রসঙ্গটাও টেনে আনছেন কেউ। একজন লিখেছেন, ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না; ড্রেসিং সেন্সও...!!! কেউ কেউ আবার ডিজাইনার পরিবর্তনের পরামর্শও দিয়েছেন।

লিখেছেন, ঈদ মোবারক বাবর। ডিজাইনারকে ছাটাই করে নতুন কাউকে আনো। 

মন্তব্য

মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ চলাকালে লিওনেল মেসির স্পর্শ পেতে দর্শকরা মাঠে ঢুকে পড়ছেন, আর তাকে ধরতে পিছু নিয়েছেন মেসির বডিগার্ড ইয়াসিন চুকো। এমএলএসে এমন ঘটনা এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। তবে এখন থেকে মেসির ব্যক্তিগত দেহরক্ষীকে ম্যাচের সময় পিচের ধারে থাকতে দেওয়া হবে না—এমন নিষেধাজ্ঞা জারি করেছে এমএলএস কর্তৃপক্ষ।
 
মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন।

দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে, বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।

এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল।

আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।

সবমিলিয়ে মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকা চ্যাম্পিয়নসের কোনো ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না।

মন্তব্য

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ যারা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ যারা

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২৩ জনের নতুন তালিকায় নতুন মুখ স্যাম কনস্টাস ছাড়াও বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।

ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকে ৬০ রানের সাহসী ইনিংস খেলে প্রথম আলোচনায় আসেন ওপেনার কনস্টাস। ওই ইনিংসে বুমরাহকে যেভাবে সাহসের সঙ্গে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরেছেন, তাতেই সবার নজরে পড়ে যান তিনি।

সেই সাহসের পুরস্কার পেতে দেরি হলো না কনস্টাসের। জায়গা পেলেন কেন্দ্রীয় চুক্তিতে।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাত্র দুই টেস্টেই ১৬ উইকেট নেন কুনেমান, হন সিরিজসেরাও। মাত্র ৫ টেস্টের ক্যারিয়ারে তার উইকেট ৩৫টি।

এবার সেই পারম্যান্সের পুরস্কার পেলেন কেন্দ্রীয় চুক্তিতে নাম দিয়ে। 

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক হয় অলরাউন্ডার বিউ ওয়েবস্টারেরও। প্রথম ম্যাচেই ফিফটি করার পাশাপাশি বল হাতে ছিলেন বেশ কার্যকর। তাকেও রেখেছে চুক্তিতে।

এ ছাড়া চোট কাটিয়ে ফেরা মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তিন সংস্করণের সবকটিতে না খেললেও যথারীতি আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়ন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে যে ২৩ জন

প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি,  স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বিউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জাভিয়ের বার্টলেট।    

মন্তব্য

ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ, বললেন আমোরিম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যানইউতেই থাকছেন ফার্নান্দেজ, বললেন আমোরিম

ব্রুনো ফার্নান্দেজের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির প্রধান কোচ রুবেন আমোরিম। আমোরিম জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে দল ছাড়তে দেওয়া হবে না ফার্নান্দেজকে।

ম্যানইউর সঙ্গে ফার্নান্দেজের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। গত আগস্টে এই  চুক্তি নবায়ন করেছিল ৩০ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার।

তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য যোগদান নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আমোরি বলেন, ‘না, এটি ঘটবে না।’

কিভাবে তিনি এতটা নিশ্চিত? জবাবে এই সাবেক স্পোর্টিং কোচ হেসে বলেন, ‘কারণ আমি তাকে আগেই বলে দিয়েছি!’ নতুন মৌসুমে স্কোয়াডে অনেক পরিবর্তনের ইঙ্গিত দিলেও আমোরিমের কথায় পরিষ্কার, ফার্নান্দেজ ইউনাইটেডেই থাকছেন। 

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন, যেখানে ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছাতে পারেননি।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতির আগের সপ্তাহে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, পাঁচ গোল করেছিলেন, যার মধ্যে ছিল ইউরোপা লিগের শেষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) ফার্নান্দেজের। যা লিগে মোহাম্মদ সালাহ (৫৪) ও আর্লিং হালান্ডের (৩৩) পর তৃতীয় সর্বোচ্চ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ