<p>বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর টেস্ট অধিনায়কত্বে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে উঠে আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া বুমরাহর নাম। তবে এই মুহুর্তে তার দায়িত্ব উচিত হবে না বলে মনে করেন ভারতীয় সাবেক ক্রিকেটার করেন মোহাম্মদ কাইফ। তার মতে, দলের প্রধান বোলিং অস্ত্রকে বাদ দিয়ে লোকেশ রাহুল অথবা ঋষভ পন্তকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা যেতে পারে।  </p> <p>সামাজিক মাধ্যম এক্স-এ বুধবার কাইফ লিখেছেন, এই পেসারের ওপর অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না নির্বাচক কমিটির। ‘বুমরাহকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার আগে বিসিসিআইয়ের দুই বার ভাবা উচিত। তাকে স্রেফ উইকেট নেওয়া এবং ফিট থাকার দিকে মনোযোগ দিতে হবে। নেতৃত্বের দায়িত্ব চোটের কারণ হতে পারে এবং অসাধারণ এক ক্যারিয়ার ছোট হয়ে যেতে পারে। সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলবেন না।’</p> <p><iframe frameborder="0" height="600" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/MohammadKaif/status/1876908162160222620" width="800"></iframe></p> <p>তবে কাকে অধিনায়ক করা উচিত। এটাও স্পষ্ট করে দেন কাইফ। তার চাওয়া কোনো ব্যাটারই হোক ভারতের পরবর্তী অধিনায়ক। ‘আমি চাই একজন ব্যাটার পরবর্তী অধিনায়ক হোক। হয় কেএল রাহুল অথবা ঋষভ পন্ত। তারা আগেও অধিনায়কত্ব করেছে। পন্ত আইপিএলে অধিনায়কত্ব করছে, সে অভিজ্ঞতা অর্জন করছে। রাহুল টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করেছে (৩ ম্যাচে)।’</p> <p>বর্তমানে ভারত দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন যশপ্রীত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে একমাত্র জয় এনে দেন। শেষ টেস্টেও অধিনায়ক ছিলেন। তবে ম্যাচের মাঝপথে ইনজুরির কারণে মাঠ ছেড়ে যাওয়ায় নেতৃত্ব দেন বিরাট কোহলি। </p> <p>সিরিজে রোহিত শর্মা তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে দুটিতে হার একটি ম্যাচে ড্র করে ভারত। ব্যাট হাতেও ব্যর্থ হয় অধিনায়ক। ছন্দে নেই তার আগে থেকেও। আর তাতেই তার ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকেই। যদিও রোহিত স্পষ্ট করে দেন, টেস্ট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি।</p> <p>অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ বল হাতে পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩১ বছর বয়সী পেসার উইকেট নেন ৩২টি । ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় এক সিরিজের যা সর্বোচ্চ।</p>