<p style="text-align:justify">বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেছেন, এমনিতেই শিল্প খাতে সংকট চলছে। অস্থিরতার কারণে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। পোশাক খাতে অর্ডার কমেছে। ব্যবসার খরচ বেড়েছে। এর সঙ্গে গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। যার কারণে শিল্প-কারখানায় বিরূপ প্রভাব পড়বে। সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব পড়বে। গতকাল এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। </p> <p style="text-align:justify">আইনুল ইসলাম আরো বলেন, অতীতে গ্যাস-বিদ্যুতে ভর্তুতি দিয়ে কারখানায় উৎপাদন চালু রাখা হয়েছে। এখন দাম বাড়লেও যে গ্যাস বিদ্যুৎ উৎপাদনমুখী কারখানাগুলো নিরবচ্ছিন্নভাবে পাবে তারও নিশ্চয়তা নেই। এ সময় এ সিদ্ধান্ত কোনোভাবেই ইতিবাচক ভূমিকা রাখবে না। এটা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে করা উচিত। তিনি বলেন, এ সময় গ্যাসের দাম বৃদ্ধি শিল্প খাতে ভুল বার্তা দেবে। উৎপাদন খরচ বাড়লে ব্যবসায়ীরা এ খরচ পণ্যের ওপর দিয়ে উঠাতে চাইবে। যার ফলে মূল্যস্ফীতি বাড়বে। এমনিতেই মজুরি বেড়েছে। এর একটা চাপ ব্যবসায়ীদের ওপর আছে। ফলে উৎপাদন খরচ অনেক বাড়বে। গ্যাসের দাম বাড়লে ব্যবসা চালানো আরো কঠিন হবে।</p> <p style="text-align:justify">সূত্র : বাংলাদেশ প্রতিদিন </p>