রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রোগী নিয়ে দুই ‘দালালের’ মারামারি
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে ‘দালালদের’ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুটি ডায়াগনস্টিক সেন্টারের দুই স্টাফ আহত হন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।

অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব ‘দালালদের’ দৌরাত্ম্য বৃদ্ধিতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।

আরো পড়ুন
ঈদ উপলক্ষে সম্মানি পাচ্ছেন ডিএসসিসির ইমাম-মুয়াজ্জিনরা

ঈদ উপলক্ষে সম্মানি পাচ্ছেন ডিএসসিসির ইমাম-মুয়াজ্জিনরা

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে কিল-ঘুষির মারামারি শুরু হয়।

পরে উপস্থিত অন্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এদিকে হাসপাতাল চত্বরে ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে ‘দালালচক্রের’ টানা-হেঁচড়া করে লাঞ্চিত করার ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিনিয়ত রোগী সাধারণ ও লোকজনকে ‘দালাল’ চক্রের হাতে লাঞ্চিত হতে হয়।

আরো পড়ুন
হাতের তালু চুলকালে কি আসলেই টাকা আসে?

হাতের তালু চুলকালে কি আসলেই টাকা আসে?

 

এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত ‘দালালরা’ বেপরোয়া হয়ে ওঠে।

চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্র দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের ওপর।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতায় বলেন, হাসপাতাল চত্বরে মারামারির ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। পক্ষদ্বয়ের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামের এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। রবিবার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর মতলবের নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে।

সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আটক সোহরাব হাওলাদার পটুয়াখালীর রাঙ্গাবালী বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে তিন-চারজন লোককে ইজিবাইক চালককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন তাদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।'

মন্তব্য

ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সাতশেয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 

পুলিশ জানায়, এ নিয়ে ফকিরহাটে গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ৩৮ জনকে প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ফকিরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়নে এ অভিযান চলছে। 

আরো পড়ুন
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, 'বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। এ নিয়ে এখনও পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

'

মন্তব্য

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড়ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরো পড়ুন

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

এরপর গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

এদিকে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় আজ সকাল থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'এই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 

এরপর আজ রবিবার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।'

মন্তব্য

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

আপন ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় শনিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে আব্দুস সাত্তার খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

এ সময় তাকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হন। তবে পথিমধ্যে আহত আব্দুস সাত্তার খানের মৃত্যু হয়। 

আরো পড়ুন
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

পরে তার লাশ উপজেলার ক্ষুদ্রকাঠীর গ্রামের বাড়িতে আনা হয়। অন্যান্য স্বজনদের মতো তার বড় বোন লুৎফুন্নেসা বকুল বেগমও আসেন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে।

শনিবার সন্ধ্যার দিকে ছোট ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন লুৎফুন্নেসা। ভাই হারানোর শোকে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। একই পরিবারে ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যুর এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। 

আরো পড়ুন
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

 

আব্দুস সাত্তার খান বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠী এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী ছিলেন।

তার বড় বোন লুৎফুন্নেসা বকুল উপজেলার খানপুরা গ্রামের মৃত আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মিলন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ