লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে ‘দালালদের’ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুটি ডায়াগনস্টিক সেন্টারের দুই স্টাফ আহত হন। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।
অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব ‘দালালদের’ দৌরাত্ম্য বৃদ্ধিতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।
আরো পড়ুন
ঈদ উপলক্ষে সম্মানি পাচ্ছেন ডিএসসিসির ইমাম-মুয়াজ্জিনরা
প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে কিল-ঘুষির মারামারি শুরু হয়।
পরে উপস্থিত অন্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এদিকে হাসপাতাল চত্বরে ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে ‘দালালচক্রের’ টানা-হেঁচড়া করে লাঞ্চিত করার ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিনিয়ত রোগী সাধারণ ও লোকজনকে ‘দালাল’ চক্রের হাতে লাঞ্চিত হতে হয়।
আরো পড়ুন
হাতের তালু চুলকালে কি আসলেই টাকা আসে?
এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত ‘দালালরা’ বেপরোয়া হয়ে ওঠে।
চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্র দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের ওপর।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতায় বলেন, হাসপাতাল চত্বরে মারামারির ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। পক্ষদ্বয়ের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।