<p style="text-align:justify">নিখোঁজ হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার যুগ্ম আহ্বায়ক মো. সজিব হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৫টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। </p> <p style="text-align:justify">যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জানুয়ারি রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সজিব হোসেন নিখোঁজ হন। এ ব্যাপারে বুধবার কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে জেলা গোয়েন্দা, যশোর কোতোয়ালি ও চৌগাছা থানা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। আজ বিকেল ৫টায় চুড়ামনকাটি বাগডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।</p> <p style="text-align:justify">প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব পুলিশকে জানান, ব্যক্তিগত কারণে তার বন্ধু চুড়ামনকাটির নাজমুল হাসান রকির বাড়িতে ফোন বন্ধ করে মঙ্গলবার রাতে সেখানে ছিলেন।</p> <p style="text-align:justify">জানা যায়, সজিবকে উদ্ধার করে তার বোন লাবনী খাতুন ও যবিপ্রবির প্রক্টর ড.মোহাম্মদ আমজাদ হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে।</p>