<p style="text-align:justify">চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে সাইমুন মাহিন নামের এক কিশোরকে খুনের ঘটনায় হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে এক দিনের ও গুলিবর্ষণকারী যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।</p> <p style="text-align:justify">চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল জাবেদ কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে সাইমুন মাহিন নামের এক কিশোরকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পৃথকভাবে ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এম এ লতিফের এক দিন ও তৌহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।</p> <p style="text-align:justify">গত বছরের ১৭ আগস্ট চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। আর ২২ নভেম্বর রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-পুলিশ। পরে পুলিশ জানায়, তৌহিদুল একাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে আহত হয়ে পরবর্তীতে মারা যান সাইমুন প্রকাশ মাহিন নামে ১৬ বছর বয়সী এক কিশোর দোকানকর্মী। এই ঘটনায় করা মামলার আসামি এম এ লতিফ ও তৌহিদুল।</p>