<p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ৩৪৪ সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৫ সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য রয়েছেন। এ ছাড়া মামলায় আরো ১১৯ জনকে আসামি করা হয়।</p> <p>গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে মামলাটি করেন পোশাককর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন। বিষয়টি যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা এ তথ্য জানিয়েছেন।</p> <p>ভুক্তভোগী আলাউদ্দিন দিনাজপুরের বিরলের মো. সাহাবুল হকের ছেলে। উল্লেখযোগ্য আসামিরা হলেন সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।</p> <p> </p> <p> </p>