<p style="text-align:justify">সম্প্রতি ‘বোরকা পরে প্রেমিকার ঘরে শিবির নেতা খেলেন গণধোলাই’ শীর্ষক শিরোনামে বোরকা পরা এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।</p> <p style="text-align:justify">তবে যে দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।</p> <p style="text-align:justify">বুধবার এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, আলোচিত এই ছবিটির ব্যক্তি কোনো শিবির নেতা নন এবং এই ঘটনাটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে ২০১৯ সালে বোরকা পরে স্ত্রীর কলেজে গিয়ে মাহমুদুল হাসান নামের এক ব্যক্তির আটক হওয়ার ছবিকে সাম্প্রতিক সময়ে শিবির নেতার ছবি দাবিতে প্রচার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এক্সপার্ট টিম নিয়োগের দাবি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736333209-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এক্সপার্ট টিম নিয়োগের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466475" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ২১ জানুয়ারি ‘বোরকা পরে স্ত্রীর কলেজে গিয়ে আটক স্বামী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।</p> <p style="text-align:justify"><img alt="789546" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/08/my1197/২ (1).jpg" width="1000" /></p> <p style="text-align:justify">প্রতিবেদন থেকে জানা যায়, পরকীয়া সন্দেহে স্ত্রীর ওপর নজরদারি করতে বোরকা পরে স্ত্রীর কলেজে যান মাহমুদুল হাসান (২৮) নামের এই যুবক। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।</p> <p style="text-align:justify">এ ছাড়া মূলধারার একাধিক গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে সে সময় প্রতিবেদন (বাংলানিউজ ২৪, ইত্তেফাক) প্রকাশিত হয়। সেসব প্রতিবেদন থেকেও বিষয়টি নিয়ে একই তথ্য জানা যায়।</p> <p style="text-align:justify">অর্থাৎ এই ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় এবং এই ব্যক্তির সাথে শিবির সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">এ ছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো সূত্রে কোনো শিবির নেতার বোরকা পরে প্রেমিকার বাসায় গিয়ে গণধোলাইয়ের শিকার হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">সুতরাং ২০১৯ সালের ভিন্ন এক ব্যক্তিকে সাম্প্রতিক সময়ে বোরকা পরে প্রেমিকার বাসায় গিয়ে শিবির নেতা গণধোলাইয়ের শিকার হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।</p>