<p>চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।</p> <p>আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক সাম্পান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।</p> <p>সদরঘাট নৌ পুলিশের ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই যুবকের পরনে সাদা গ্যাবার্ডিনের হাফ প্যান্ট ও জিন্সের কালো ফুল প্যান্ট ছিল। বয়স আনুমানিক ৩৫। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাঁড়ি রয়েছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে বিভিন্ন থানা ও পুলিশের হেডকোয়ার্টারে তথ্য পাঠানো হয়েছে।</p>