<p>কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন।’</p> <p>বুধবার (৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>আহমেদ আযম খান বলেন, ‘আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগত। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দল নতুন নতুন আসতে কোনো বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।’</p> <p>তিনি বলেন, ‘আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছুসংখ্যক লোক ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সব জাতি আজকে ঐক্যবদ্ধ। সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না।’</p> <p>ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা লেখাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে। আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।’</p> <p>বাসাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহসভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।</p> <p>অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম বিজয়, শুভ ভূইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক জিহাদ খান, সদস্যসচিব ইমন খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত ইমরান খান।</p>