<p>বাংলাদেশে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ তথ্য জানান। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।</p> <p>সাক্ষাত্কালে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।</p> <p>অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কাজে সহায়তার আশ্বাস দেন নিকোলা বিয়ার। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগকে সমর্থন করে। এ সময় মুহাম্মদ ইউনূস দুর্নীতি মোকাবেলা, সুন্দরবন ও আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থাপনার জন্য ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতা চান।</p> <p>সৌজন্য সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুেফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p> </p>