<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।</p> <p style="text-align:justify">এদিন বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। যথাক্রমে ৩৮৯ ও ৩৮৩ স্কোর নিয়ে শহরদুটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। </p> <p style="text-align:justify">বৃহস্পতিবার ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (১৯৮)। তালিকায় এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৯০), আগা খান একাডেমী (১৮৯), কল্যাণপুর (১৮৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৮৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (১৮২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (১৮২), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৭৮), গোড়ান (১৭৬), গুলশান লেক পার্ক (১৭৫)। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারে সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ২০ গুণ বেশি রয়েছে। </p> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>