<p style="text-align:justify">রাজধানীর আশপাশের এলাকার বায়ু অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।</p> <p style="text-align:justify">জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের ওয়েবসাইটে সার্বক্ষণিক <a href="https://doe.gov.bd/site/page/8efde0a3-392e-4a86-bac4-7149ff908be7/-">বায়ুমান মনিটরিং কেন্দ্রের </a>মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে।</p> <p style="text-align:justify">আজ রবিবার বিকেল ৫টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান ছিল ২৫০, যা খুব অস্বাস্থ্যকর।</p>