<p style="text-align:justify">বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ১২তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। </p> <p style="text-align:justify">এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (১৮৬)। তালিকায় এর পরেই রয়েছে ঢাকা গোড়ান (১৮২), কল্যাণপুর (১৭৬), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (১৭২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (১৭০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৬৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (১৬২), ভাটারা এলাকা (১৬০), গুলশান লেক পার্ক (১৫৯), পশ্চিম নাখালপাড়া সড়ক এলাকা (১৫৯)। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। </p> <p style="text-align:justify">এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে চীনের শহর উহানে (২৭১)। এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৪০), পাকিস্তানের করাচী (২১৫), চীনের চেংদু (২১৪)। শহরগুলোতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  </p> <p style="text-align:justify">আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>