<p>মাদকবিরোধী উঠান বৈঠকে উপস্থিত হয়েছিলেন মাহফুজুর রহমান। এরপর সেখানে সমন্বয়ক পরিচয়ে বক্তব্য দেন মাহফুজ। পরে তাকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর জানা গেল, মাহফুজ স্থানীয় ছাত্রলীগ নেতা। তিনি আছেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে।</p> <p>জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় রবিবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। আটক মাহফুজুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদেও জায়গা পেয়েছেন।</p> <p>স্থানীয়রা জানান, গতকাল রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। বৈঠকে এসে মাহফুজুর রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বলেন খালেদা জিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736146469-a3dbb3adc1426d6a40a9e3999384f20f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার ওপর আপনার রাগ লাগে না? উত্তরে যা বললেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/06/1465588" target="_blank"> </a></div> </div> <p>পরে তাকে চিনতে পেরে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মাহফুজ জানান, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। এর পর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।</p> <p>বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সাথে মাহফুজও আসে। পরবর্তী সময়ে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছি। তাকে আটক করা হয়েছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’</p>