<p>প্রত্যাশা যেমন ছিল, তেমনটাই পূরণ করেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। বক্স অফিসে আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় ভারতের অন্যতম আলোচিত চলচ্চিত্রটি। একমাস আগে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক রেকর্ড গড়তে গড়তে এখন সবার শীর্ষে। এবার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির রেকর্ডও ভাঙল পুষ্পা ফ্যাঞ্চাইজি। ‘পুষ্পা ২’ এখন ভারতীয় বক্স অফিসে শীর্ষ আয়কারী সিনেমা। পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’-কে।</p> <p>মুক্তির ৩২ দিনের মধ্যে বিশ্বজুড়ে বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ মোট ১৮৩১ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে ভারতে সেই আয়ের পরিমাণ ১৪৩৮ কোটি টাকা। আর এটার হাত ধরেই আল্লু, রাশ্মিকা এবং ফাহাদের সিনেমাটি টপকে গেল এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’কে। আগে গত ৮ বছর ধরে এই জায়গা ধরে রেখেছিল প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেঠি অভিনীত ‘বাহুবলী ২’।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736232116-d272dec0c9ccdfcab41dc7fa21a9f577.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465994" target="_blank"> </a></div> </div> <p>বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের পক্ষ থেকে একটি রিপোর্টে জানানো হয়েছে, ৩২ দিনে ‘পুষ্পা ২’ ভারতে ১৪৩৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে বাহুবলী ২ এর আয় ১৪১৬ কোটি টাকা। সিনেমাটি বিশ্বজুড়ে ১৮১০ কোটি টাকা আয় করেছিল।</p> <p>পুষ্পা টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেল (টুইটার) জানানো হয়, ‘পুষ্পা : দ্য রুল’ এখন ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রি হিট। ভারতীয় কোনও ছবির মধ্যে সর্বোচ্চ আয় এখন এই সিনেমাটির।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেসুরার ট্রেলারে বড় চমক সুমাইয়া শিমু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736230333-cd5fdbf753d469b9e70c850d15a05b34.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেসুরার ট্রেলারে বড় চমক সুমাইয়া শিমু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465986" target="_blank"> </a></div> </div> <p>তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও আমির খানের দঙ্গলের দখলে। আমির খান অভিনীত ‘দঙ্গল’ ভারতে মাত্র ৫৩৫ কোটি টাকা আয় করলেও বিশ্বজুড়ে ২০০০ কোটি টাকা আয় করেছিল। এখন দেখার পালা যে ‘পুষ্পা ২’ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।</p> <p>সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’তে পুষ্পার ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। আরো রয়েছেন রাশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। পরপর দুটি সফল কিস্তির পর সিনেমাটির তৃতীয় কিস্তি আসার ঘোষণা দেয়া হয়েছে।</p>