আয়ের দিক থেকে রাশ্মিকা-শ্রদ্ধাকেও পেছনে ফেলেছেন যে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আয়ের দিক থেকে রাশ্মিকা-শ্রদ্ধাকেও পেছনে ফেলেছেন যে অভিনেত্রী
শ্রদ্ধা কাপুর, মমিতা বৈজু ও রাশ্মিকা মান্দানা

২০২৪ সালে ভারতীয় অভিনেত্রীদের তালিকায় সবচেয়ে সফল দুই নাম রাশ্মিকা মান্দানা ও শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ভারতীয় সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে রাশ্মিকার ‘পুষ্পা ২’। অন্যদিকে হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে ব্যবসা করেছে শ্রদ্ধার ‘স্ত্রী ২’। তবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়লেও সর্বোচ্চ লাভের মুখ দেখেছে, সেই তালিকায় কিন্তু এই দুই অভিনেত্রীকে ছাড়িয়ে গেছেন অন্য একজন অভিনেত্রী।

তিনি মমিতা বৈজু।

মুনাফার বিচারে গত বছরের সবচেয়ে সফল ভারতীয় সিনেমা ‘প্রেমালু’। মালয়ালম এ সিনেমা বড় বাজেটের কোনো সিনেমা নয়, এর বাজেট ছিল মাত্র তিন কোটি রুপি। তা সত্ত্বেও এটি বড় বাজেটের তারকাবহুল সব সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে।

 

আরো পড়ুন
এখন কেমন আছেন মুশফিক ফারহান?

এখন কেমন আছেন মুশফিক ফারহান?

 

কেমন

গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রেমালু’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে তেমন আলোচনা ছিল না। রোমান্টিক সিনেমাটির পাত্র–পাত্রীরা সব নতুন, ফলে মুক্তির আগে তেমন আলোচনা ছিল না। কিন্তু মুক্তির পর রীতিমতো বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি।

তরুণদের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গিরিশ এ ডির সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেমালু’ হয়ে ওঠে বহুল চর্চিত এক নাম। 

মাত্র তিন কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল ‘প্রেমালু’ সিনেমাটি! আর মুক্তির পর অল্প বাজেটের এ সিনেমাটি বক্স অফিসে ১৩৬ কোটি রুপি ব্যবসা করে। বাজেটের ৪৫ গুণ মুনাফা করেছে সিনেমাটি। যা পারেনি অন্য কোনো সিনেমা।

তাই মুনাফার বিচারে ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’-এর মতো বড় সিনেমাকে পেছনে ফেলেছে এটি। খরচ বাদ দিয়ে মুল আয়ের দিক থেকে এটি রীতিমতো রেকর্ড।

আরো পড়ুন
এ বছরেই বড় পর্দায় হাজির হব

এ বছরেই বড় পর্দায় হাজির হব

 

‘প্রেমালু’ সিনেমা অভিনয় করেন নাসলেন ও মমিতা বৈজু। মুক্তির পর এ দুজন রীতিমতো তারকা হয়ে উঠেছেন। অভিনয়শিল্পীরা কেউ সেভাবে পরিচিত না হলেও সিনেমার অন্যতম প্রযোজক মালয়ালম তারকা ফাহাদ ফাসিল। এ সিনেমার পর মমিতা বৈজু এখন ব্যাপক আলোচনায়। জানা যাচ্ছে, একের পর এক সিনেমার অফার পাচ্ছেন অভিনেত্রী। নতুন বছরে হাতে নিয়েছেন বেশ কিছু কাজ। 

5
‘প্রেমালু’ সিনেমায় মমিতা বৈজু

২০১৭ সালে ‘সারভোপারি পালাক্কারান’ সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মমিতা বৈজুর। অভিনেত্রী মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন। মমিতা বৈজু ‘সুপার শারায়ানা’ ‘অপারেশন জাভা’ ,ডাকিনী, স্কুল ডায়েরী সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেও তেমন কোনও পরিচিতি পান নি। তবে ২০২৪ সালে তার অভিনীত ‘প্রেমালু’ দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। রেণু চরিত্রে অসাধারণ অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করছে নিয়েছেন তিনি ।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!
সংগৃহীত ছবি

বিচ্ছেদ মানেই দূরত্ব বৃদ্ধি নয়, বন্ধুত্ব বজায় রেখেও যে চলা যেতে পারে, তা প্রমাণ করেছেন সুস্মিতা সেন এবং রহমান শল। বছর তিনেক আগেই বিচ্ছেদের পরেও যেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছায়াসঙ্গী রহমান। 

সম্প্রতি দুজনকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। রহমানের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।

রহমান বলেন, আমরা বন্ধু হিসাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। খুবই উপভোগ করেছি। 

সম্পর্ক নিয়ে জল্পনায় কার্যত ইতি টেনে রহমান বলেন, আমি এখন সিঙ্গেল। কিন্তু অতীতে আমার সঙ্গে বড়মাপের এক মানুষের নাম জড়িয়েছিল।

তাই অনেকেই মনে করেন আমি এখনও তার সঙ্গেই আছি। 

এর পর কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সাক্ষাতে মডেলিংয়ে কিছুটা ক্ষতি হয়। বিনোদন দুনিয়ার অনেকেই মনে করেছিলেন, অভিনয়, মডেলিং থেকে হয়তো মন ঘুরে গেছে আমার। 

তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার ভালোই দিন কেটেছে সেকথা স্বীকারও করে নেন রহমান।

২০১৮ সালে রহমানের সঙ্গে পথচলা শুরু সুস্মিতার। এর পর ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রহমান। সেই বন্ধুকে নিয়ে বি টাউনের ইতিউতি দেখা যায় রহমান শলকে।

কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। আবার কখনও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে নিয়ে হাসপাতালে যেতেও দেখা গেছে রহমানকে। 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
রেড কার্পেটে ‘ভুল’ ইংরেজি বলায় শ্রাবন্তীকে কটাক্ষ!
সংগৃহীত ছবি

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেখানে হাজির ছিলেন টলিউডের সব তারকা। গ্ল্যামারাস লুকে এদিন রেড কার্পেটে ধরা দেন শ্রাবন্তী চ্যাটার্জিও। কিন্তু সেখানে তার দেওয়া ছোট্ট সাক্ষাৎকার এখন ভাইরাল।

নেটিজেনদের মতে, অভিনেত্রীর ইংরেজি নাকি দুর্বল। চলছে কটাক্ষের বন্যা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে সাংবাদিক শ্রাবন্তীকে ইংরেজিতে বলছেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় স্বাগত আপনাকে। আপনাকে খুব মিষ্টি লাগছে।

কোন মুহূর্তের জন্য আপনি মুখিয়ে রয়েছেন?’ এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘মাই ফ্রেন্ডস আর পারফর্মিং সুপার এক্সাইটেড।’ অর্থাৎ আমার বন্ধুরা আজ পারফর্ম করবে, তাই আমি দারুণ উচ্ছ্বসিত।

এরপর যখন তার থেকে জানতে চাওয়া হয় যে তিনি কোনো নির্দিষ্ট একটা পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন কী? তখন জানিয়ে দেন তিনি শুভশ্রীর পারফরমেন্সের জন্য মুখিয়ে আছেন।

এরপরই শ্রাবন্তীকে জিজ্ঞেস করা হয়, কোনো একজন নির্দিষ্ট অভিনেতা বা অভিনেত্রীকে যদি সমর্থন করতে হয় তাহলে সেটা কে হবেন? জবাবে তিনি বলেন, ‘সবাই আমার খুব ভালো বন্ধু।

তো আমি চাই ওরা সবাই যেন ওই ব্ল্যাক লেডিকে নিয়ে যেতে পারে। দেখা যাক।’

বর্তমানে এই ভিডিও ভাইরাল। নেটিজেনরা মশকরা করছেন। এক ব্যক্তি লেখেন, ‘বাংলায় জিজ্ঞেস করলেই তো হতো, এত ভয় পেত না।

’ আরেকজন লেখেন, ‘বাংলায় বলার সময় ইংলিশে বলার মতো স্টাইল মেরে বলে আর ইংলিশে বলার সময় এলে বাংলায় বিড়বিড় করে।’ চতুর্থ জনের মতে, ‘রুটিং ফর কথাটার অর্থ বোঝেনি।’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘এত খারাপ ইংরেজি কে বলে?’

যদিও অনেকে আবার শ্রাবন্তীকে সমর্থন করেছেন। একজন লেখেন, ইংরেজিকে কবে থেকে আমরা কেবল একটি বিদেশি ভাষা হিসেবে ধরব, কোনও বোদ্ধা হওয়ার স্ট্যান্ডার্ড নয়। দ্বিতীয় ব্যক্তি লেখেন, ইংরেজি না জানা বা তাতে দুর্বল হওয়া কোনও অপরাধ নয়। তৃতীয় জন লেখেন, ভুলটা কী বলল? সেটাই তো খুঁজে পাচ্ছি না।

মন্তব্য

আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আলিয়া নন, রণবীরের প্রথম স্ত্রী অন্য এক নারী!
রণবীর কাপুর ও আলিয়া ভাট (বামে)

বলিউডের পাওয়ার কাপল বলা হয় রণবীর কাপুর-আলিয়া ভাটকে। ফুটফুটে এক কন্যাও রয়েছে জনপ্রিয় এ তারকা দম্পতির। মাঝেমধ্যেই তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটের আগেও বিয়ে হয়েছে তার! তার প্রথম স্ত্রীর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক।

আর এ ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর-আলিয়াকে নিয়ে। 

আরো পড়ুন
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন! মাশাবেল ইন্ডিয়ার সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কিনা? এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, ‘উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন।

সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আসলে ও আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল।’

সেই বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন, ‘ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বাইয়ে ছিলাম না।

পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে।” 

আরো পড়ুন
‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

 

ট্যা

সেই মেয়ের সম্পর্কে রণবীর আরো বলেন, ‘আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। হয়তো কোনওদিন দেখা হবে ভবিষ্যতে।’ বলিউড সুপারস্টারের সেই মন্তব্যই বর্তমানে চর্চার শিরোনামে।

২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর।

সেইবছরই মেয়ে রাহার জন্ম হয়। বলিউডের একসময়ের সেই ‘ফ্ল্যামবয়েন্ট’ রণবীর কাপুর বাবা হওয়ার পর যেন অনেকটা থিতু! তবে অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে। এবারও সেই নারী ভক্তের কথা বলে চর্চায় এলেন অভিনেতা।

মন্তব্য

কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে চাইলে আমাকে সাইনিং করাবেন : মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন এ নায়িকা। যেমনটা সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজকদের সঙ্গে নায়িকাদের প্রেমের বিষয়ে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে এ নায়িকা তার নতুন ছবিসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। সেখানেই তিনি জানান, প্রযোজকদের প্রেমের প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি। কারণ তাকে চুক্তিবদ্ধ করলেও পরে সিনেমার নায়িকা বদলে ফেলা হয়!

আরো পড়ুন
‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

‘ট্যালেন্ট থাকলে ডাকবেই’, সিন্ডিকেট প্রসঙ্গে মিলা

 

মিষ্টি জান্নাত বলেন, ‘বিগ বাজেটের দুইটি ছবি সাইনিং হতে যাচ্ছে। হয়েছে একটা অলরেডি।

আমার সিনেমার যখন নিউজ হবে। প্রযোজককে বলেছি যদি কোনো নায়িকার সঙ্গে প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করাবেন।’

মিষ্টি জান্নাত আরো বলেন, ‘আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি এসে নায়িকা পরিবর্তন হয়ে গেছে, আমি থাকি সাথে আরেকজন নায়িকা থাকে। যেকোনো ভাবে দেখা যায়, আমি যে ছবিতে ছিলাম এতো বছর ধরে থাকি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় যে ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়।

আরো পড়ুন
ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

ওটিটির ‘ঈদ’ লড়াইয়ে তারা তিনজন

 

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি।

জানান, পুরো বিষয়টিই আদতে গুজব। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ