ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫
১০ চৈত্র ১৪৩১, ২৩ রমজান ১৪৪৬

গণভোটে ৮০ ভাগ মানুষ আ. লীগ নিষিদ্ধের পক্ষে থাকবে : নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
গণভোটে ৮০ ভাগ মানুষ আ. লীগ নিষিদ্ধের পক্ষে থাকবে : নাসের রহমান
সংগৃহীত ছবি

গণভোট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। শুক্রবার (২১ মার্চ) তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন।

নাসের রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যবস্থা করা হোক। আমার দৃঢ়বিশ্বাস, সর্বনিম্ন ৮০ ভাগ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দেবে।

আর এটার একটা বড় সুবিধা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায় থাকবে না।’

তিনি আরো লেখেন, ‘যদি কখনো মানুষের রুচির দুর্ভিক্ষে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়, তখন আবার গণভোটের মুখোমুখি হতে হবে। তাতে প্রকৃত চিত্র ফুটে উঠবে। এই গণহত্যাকারী দলকে কোনো সুস্থ, বিবেকবান ও সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ কখনোই সমর্থন করতে পারে না।

স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করেছে, বিদেশে যে পরিমাণ টাকা পাচার করেছে, তা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হোক। বিদেশে যে টাকা পাচার করেছে তা ফেরত পাওয়া না গেলে দেশে এদের জমি-জমা, বাড়ি-গাড়ি যা যা সম্পদ আছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় তহবিলে জমা নেওয়া হোক।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয় : এবি পার্টি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয় : এবি পার্টি চেয়ারম্যান
সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের খবরটি গুজব বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার ভোরের দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান মঞ্জু। তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন।

 

তিনি জানান, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

আরো পড়ুন
রংপুরে সেনাবাহিনীর ভুয়া মেজরসহ আটক ৫

রংপুরে সেনাবাহিনীর ভুয়া মেজরসহ আটক ৫

 

গতকাল রবিবার মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় প্রতিরাতেই বিভিন্ন মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে একটি মহল।

মন্তব্য

‘সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না’, ছাত্রনেতাদের উদ্দেশে আরো যা বললেন নুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না’, ছাত্রনেতাদের উদ্দেশে আরো যা বললেন নুর
সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের বিতর্কিত করা যাবে না। জুলাই আন্দোলনের কয়েকজন ছাত্রনেতার গত কয়েক দিনের বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। একজন কথা বলছেন, আরেকজন বলছেন, না এভাবে হয় নাই।

আরেকজন বলছেন, তাদের দুজনের একজন মিথ্যা কথা বলছেন।

গতকাল রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের আলী স্কুল মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
লেডি বাইকার এশা গ্রেপ্তার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

লেডি বাইকার এশা গ্রেপ্তার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

 

নুরুল হক নুর দায়িত্বশীল ছাত্রনেতাদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যা একটি সংকটকে উসকে দেবে এবং ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা করে দেবে।

গণআন্দোলনে ছাত্র ও তরুণদের ভূমিকা ছিল। তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। একইভাবে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত, খেলাফতের লোকজনও নানাভাবে নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন—লাঞ্ছিত হয়েছেন। তবুও হাসিনার সঙ্গে আপস করেননি।
রাজনৈতিক নেতাদের এই আপসহীন লড়াই এই প্রেক্ষাপট তৈরি করেছে—এটি আমাদের ভুলে গেলে চলবে না।’

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে আমরা রাজপথে নেমেছিলাম। এর ফলে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এই আন্দোলনে আলেম-ওলামা এবং প্রশাসনের একটা বড় অংশ শেষ দিকে আমাদের কাতারে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীও এক পর্যায়ে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে।

কাজেই সেনাবাহিনী কিংবা পুলিশকে কখনোই বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারাই আমরা সরকার গঠন করি, সে সময় রাষ্ট্র চালাতে তাদের সহযোগিতা প্রয়োজন হবে। যারা এসব প্রতিষ্ঠান কলঙ্কিত করেছে, তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।’

আরো পড়ুন
ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

 

দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য মতের ভিন্নতা থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে সাবেক এই ভিপি বলেন, ‘তবে আওয়ামী লীগকে নিয়ে নয়। এই দল নিয়ে কোনো আলোচনা তো নয়ই—নির্বাচনও করা যাবে না। তারা গত ১৬ বছরে আমাদের ওপর অনেক বর্বরতা চালিয়েছে। ভিন্নমতের কাউকে ঘরেও থাকতে দেয়নি। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা নয়। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলোও এর মধ্যে চলবে।’

চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

মন্তব্য

১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন করল জাতীয় নাগরিক পার্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন করল জাতীয় নাগরিক পার্টি
সংগৃহীত ছবি

শ্রমিক উইংয়ের ১৬১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মোটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন। রবিবার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

আরো পড়ুন
আধিপত্য নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা

আধিপত্য নিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা

 

এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’

দলটির পক্ষ থেকে আরো বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে অনেক শ্রমিক শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা।

যে আশা-আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’ 

আরো পড়ুন
নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না : টাঙ্গাইলে টুকু

নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না : টাঙ্গাইলে টুকু

 

সবশেষে বলা হয়, ‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’

মন্তব্য
তারেক রহমান

এখন জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত

শেয়ার
এখন জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত
ফাইল ছবি

জনগণের আশাআকাক্সক্ষা পূরণের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন, জনগণের আশাআকাক্সক্ষা, প্রত্যাশা নিয়ে কাজ করি।

গতকাল রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।  তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠাকারী সব শক্তি মিলে দুই বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছি।
দেশে ভোটের ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সব সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছিলাম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের মতো শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিশেষ করে একটি দল, কেন যে করা হচ্ছে আমার বুঝে আসে না। তিনি বলেন, সবাই বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। বিএনপিকে ছোট করতে চাইছে। তবে বিএনপির নেতৃত্বে কোনো সংকট নেই। আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই।
আমরা আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তির মধ্যে পরিকল্পিতভাবে ফাটল ধরার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ