ট্রাম্পের বিরুদ্ধে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাম্পের বিরুদ্ধে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা
সংগৃহীত ছবি

ভয়েস অব আমেরিকার সাংবাদিক এবং তাদের ইউনিয়নগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যা এসব প্রতিষ্ঠানে কর্মরতদের বাক-স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই মামলায় বাদী হয়েছে ভয়েস অব আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও কয়েকটি ইউনিয়ন।

আর এতে বিবাদী করা হয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, কারি লেক ও সেখানে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ প্রতিনিধি অ্যারিজোনাকে।

মামলায় বলা হয়েছে, বিশ্বের অনেক অংশে বস্তুনিষ্ঠ সংবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হারিয়ে গেছে এবং শূন্যতা পূরণের জন্য কেবল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমই অবশিষ্ট রয়েছে। লেক সম্প্রচার সংস্থাটিকে একটি ‘ব্যাপক নষ্ট’ হিসাবে বর্ণনা করেছেন, যা ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করা দরকার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ভয়েস অব আমেরিকা বস্তুনিষ্ঠ সংবাদের উত্স হিসেবে প্রায়শই কর্তৃত্ববাদী দেশগুলো সংবাদ প্রচার করে আসছে।

কংগ্রেসের অর্থায়নে এটি একটি চার্টারে মাধ্যমে সুরক্ষিত, যা সাংবাদিকতার নীতির আলোকে তার বিষয়বস্তু প্রকাশের নিশ্চয়তা দেয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত পরিচালক ভিক্টর মোরালেস এবং বিশেষ উপদেষ্টা কারি লেক গত শনিবার ১,৩০০ জনেরও বেশি কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছেন এবং বেশ কয়েকটি সংবাদ পরিষেবার জন্য তহবিল কমিয়ে দিয়েছেন। 

এই পদক্ষেপগুলো প্রথম সংশোধনী এবং কংগ্রেসের দ্বারা ভয়েস অব আমেরিকাকে অনুমোদিত এবং তহবিল প্রদানকারী আইন লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে অবৈধভাবে এটি বন্ধ করে দিয়েছে।

রিপাবলিকানরা অভিযোগ করেছেন যে সংবাদের উৎসটিতে বামপন্থী প্রচারণার প্রভাব রয়েছে। তবে এর পরিচালনাকারীরা বলছেন, এটিকে বাস্তবে সমর্থন করা হয় না।

মামলায় বলা হয়, ‘দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন এটিকে পুরোপুরি বন্ধ করার প্রয়াসে পুরো সংস্থাটির কাছে একটি বিশেষ কৌশল নিয়েছে।

যুক্তরাষ্ট্রের রিপোর্টার্স উইদাউট বর্ডারের নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স বলেন, ভয়েস অব আমেরিকা এবং বৃহত্তর গণমাধ্যমের স্বাধীনতা কমিউনিটিকে রক্ষায় কাজ করতে তার সংস্থা বাধ্য হয়েছে।

আরো পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘন: ২ দিনে ডিএমপির ২৭৫০ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন: ২ দিনে ডিএমপির ২৭৫০ মামলা

 

ভয়েস অব আমেরিকার সহযোগী কার্যক্রম রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানান, শুক্রবার পদক্ষেপের পর ওয়াশিংটন অফিসের প্রায় ২৪০ জন বা ৭৫ শতাংশ কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে।

রেডিও ফ্রি এশিয়াও বিদেশে সংবাদ সংগ্রহে সংস্থাটিকে সহায়তা করা ব্যক্তিদের সঙ্গে ফ্রিল্যান্স চুক্তি বাতিল করার পদক্ষেপ নিয়েছে। রেডিও ফ্রি এশিয়াও কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল প্রবাহ অব্যাহত রাখতে মামলা করারও উদ্যোগ নিচ্ছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব ফিরে পেলেন হান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব ফিরে পেলেন হান

পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে। এর মাধ্যমে অভিশংসিত হওয়ার তিনমাস পর আবারও সেই পদে ফিরলেন তিনি। খবর বিবিসির।

খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত সোমবার প্রধানমন্ত্রী হান ডাক-সুর ক্ষমতা পুনর্বহাল করেছে।

প্রায় তিন মাস আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের পর পূর্ব এশিয়ার এই দেশটির সাম্প্রতিক অস্থির রাজনীতিতে সর্বশেষ বড় ঘটনা এটি।

এদিকে আদালতের আদেশের পর হান ডাক-সু প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার কারণে গত বছরের ডিসেম্বরে তিনি নিজেই অভিশংসিত হয়েছিলেন। মূলত আদালতের রায়ের পর সোমবার হান অবিলম্বে তার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে ফিরে আসেন।

রায়ের পর হান বলেন, সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ। আমরা বিশ্বব্যাপী পরিবর্তনের প্রতিক্রিয়ায় প্রস্তুত ও বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করব এবং ভূ-রাজনৈতিক রূপান্তরের যুগে দক্ষিণ কোরিয়া যাতে ভালোভাবে বিকশিত হতে থাকে তা নিশ্চিত করব।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার দুই সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুও অভিশংসিত হয়েছিলেন।

আরো পড়ুন
ঈদে নতুন নোট নিয়ে যা জানালেন গভর্নর

ঈদে নতুন নোট নিয়ে যা জানালেন গভর্নর

 

২০২২ সালের মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন হান ডাক-সু।

আর প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসনের পর গত বছরের ৩ ডিসেম্বরে তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তবে এর দুই সপ্তাহের মাথায় তিনি নিজেও অভিশংসিত হন।

মন্তব্য

যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন
১২ এপ্রিল ২০২২, আজভ সাগরের ইউক্রেনীয় বন্দরে একটি মারিউপোলের থিয়েটারের ধ্বংসাবশেষে ছবি তুলছেন একজন রুশ সেনা। ছবি : এএফপি

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলছে বৈঠক। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইউক্রেনে  লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তারই পরিপ্রেক্ষিতে রবিবার পশ্চিমা দেশগুলোর কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

তিনি বলেছেন, সবাই এবার যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করুক। জেলেনস্কির দাবি, কিয়েভ লক্ষ্য করে রবিবার রাতভর অন্তত ১৫০টি ড্রোন পাঠিয়েছে রাশিয়া। বেশ কিছু ড্রোন ধ্বংস করা গেলেও কয়েকটি ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। যার জেরে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

সামাজিক মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘নতুন করে রাশিয়ার ওপর চাপ তৈরি করার সময় এসেছে। ইউক্রেনে এভাবে আক্রমণ চালানো তাদের বন্ধ করতে হবে। তাহলেই একমাত্র এই যুদ্ধ শেষ করা সম্ভব।’

উল্লেখ্য, রবিবারেই সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের শান্তি আলোচনা শুরু হয়েছে।

সাময়িক সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন
মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

 

রবিবারের বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী। বৈঠকে এনার্জি নিয়েও আলোচনা হয়েছে।’ উল্লেখ্যে, রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা করে বৈঠক হওয়ার কথা।

রবিবারের বৈঠকের আগে জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘এই সপ্তাহে এক হাজার ৫৮০টি গাইডেড বোমা, এক হাজার ১০০টি ড্রোন, ১৫টি মিসাইল ইউক্রেন লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। উল্লেখ্যযোগ্য বিষয় হলো, এর মধ্যে এক লাখ দুই হাজার বিদেশি সরঞ্জাম ব্যবহারের প্রমাণ মিলেছে।’

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া যে অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে, তা তৈরির সরঞ্জাম রাশিয়ার বাইরে থেকে আসছে, এমন প্রমাণ মিলেছে। জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলো মোতায়েন করেছে, তা আরো পোক্ত করা দরকার।

রাশিয়ার অবস্থান

রাশিয়া অবশ্য দ্রুত সমাধানসূত্র দেখা যাবে বলে মনে করছে না। তারা জানিয়েছে, আলোচনা মাত্র শুরু হয়েছে। এখনো অনেক কঠিন দর-কষাকষি বাকি। ফলে দ্রুত কোনো সমাধানে পৌঁছানো যাবে বলে তারা মনে করছে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সবচেয়ে বড় বিষয় হলো ২০২২ সালে কৃষ্ণ সাগরের বাণিজ্য চুক্তির পুনর্নবিকরণ। উল্লেখ্য, ২০২২ সালে ওই চুক্তি হওয়ার ফলে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য আফ্রিকা এবং ইউরোপে নির্বিঘ্নে পৌঁছাতে পেরেছিল।

যুক্তরাষ্ট্রের অবস্থান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী। তার প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে সংঘর্ষ-বিরতি চুক্তি হওয়া সম্ভব বলেই তিনি মনে করেন। ফক্স নিউজকে উইটকফ জানিয়েছেন,  সোমবারের আলোচনায় কৃষ্ণ সাগর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ কৃষ্ণ সাগরে কোনো রকম লড়াই হবে না। এই চুক্তি ঠিকমতো হলে সামগ্রিক সংঘর্ষ-বিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে।

মন্তব্য

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস
সংগৃহীত ছবি

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

হাসপাতালের বারান্দা থেকে সবার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন।

তবে তার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আরো পড়ুন
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

 

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল
সংগৃহীত ছবি

এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

গতকাল রবিবার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

আরো পড়ুন
ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

 

তিনি বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ