<p style="text-align:justify">কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মাহবুল খান (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে জেলার বুড়িচংয়ের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুল খান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="পাবিপ্রবি ‘জিয়া সাইবার ফোর্স’ কমিটি, ১৩ জনের ৫ জনই নিষিদ্ধ ছাত্রলীগের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736328925-23ac320230dc1f3b18f0f6d3cdca50c4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">পাবিপ্রবি ‘জিয়া সাইবার ফোর্স’ কমিটি, ১৩ জনের ৫ জনই নিষিদ্ধ ছাত্রলীগের</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/08/1466452" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ার উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736328743-f7fc6945951c05cf639260b2330d1b3c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ার উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2025/01/08/1466451" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে বিজিবির সুলতানপুর পোস্টের (৬০ বিজিবি)  অধীনস্থ বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করে বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িচং উপজেলার জামতলা নামক স্থান থেকে ভারতীয় নাগরিক মাহবুল খানকে আটক করা হয়।</p> <p style="text-align:justify">প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে বাংলাদেশে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বলে বিজিবিকে জানিয়েছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736327910-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/08/1466447" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে মামলা করেছে।</p>