<p>জয়পুরহাটের কালাইয়ে আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেডে ডাকাতি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে  পৌরশহরের শিমুলতলী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।</p> <p>আরবি হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হিমাগারে প্রবেশ করে। হিমাগারের মেশিন অপারেটর জহুরুল ইসলাম, সহকারী অপারেটর জুয়েল রানা, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও লুৎফর রহমান এবং ফোরম্যান শাহজাহানসহ সাতজনকে মারধর করে হাত-পা বেঁধে ফোরম্যানের শোয়ার ঘরে আটক করে রাখে তারা।</p> <p>তিনি জানান, ডাকাতরা প্রথমে হিমাগারের পেছন গেট ভেঙে ভেতরে ঢুকে। পরে অফিস কক্ষে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ছয় লাখ টাকা এবং কম্পিউটার লুট করে। এরপর মেশিন কক্ষে গিয়ে ৫০০ কেভির ট্রান্সফরমারের তামার তার, ১৭০ কেভির পাঁচটি কমপ্রেসার ট্রান্সফরমার, আটটি ব্লোয়ার এবং নিটকুলার মোটরসহ হিমাগারের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে তারা।</p> <p>কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, 'মেশিন ঘরের দিকে যাওয়ার সময় ডাকাতরা আমার সামনে আসে। চিৎকার করলে তারা মাথায় আঘাত করে এবং আমাদের সবাইকে বেঁধে ফোরম্যানের ঘরে আটকে রাখে।'</p> <p>মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়ে হিমাগারের মালিক প্রদীপ কুমার প্রসাদ বলেন, ডাকাতরা ভোর ৫টা পর্যন্ত ডাকাতি চালায়। এতে নগদ সাড়ে ছয় লাখ টাকা এবং প্রায় ৩০ লাখ টাকার মাল লুট হয়েছে। এ ছাড়া ডাকাতদের হামলায় আমাদের এক সিকিউরিটি গার্ড গুরুতর আহত হয়েছেন। </p> <p>কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় একাধিক পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হিমাগার কর্তৃপক্ষ এখনও অভিযোগ করেনি, তবে অভিযোগ করার কথা জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।</p>