কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা এলাকায় সড়কে গাছ ফেলে বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন।
তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসচালক আমজাদ হোসেন বলেন, ‘শুক্রবার যাত্রীদের নিয়ে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে মেহেরপুরের পথে রওনা হই। রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌঁছে সাহরি খেয়ে আবার মেহেরপুরের দিকে রওনা হই। এ সময় আমরা ৯ জন বাসে ছিলাম।
তাদের মধ্যে পাঁচজন যাত্রী ও আমরা চারটি বাসের স্টাফ। রাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা বটতলা এলাকায় সড়কের ওপর ট্রাক ও গাছ ফেলে আমাদের বাসটি থামায়। বাসের ২৫ হাজার টাকাসহ যাত্রীদের দুই লাখ টাকা ও মালপত্র নিয়ে গেছে ডাকাতদল। তারা সবাই মুখোশধারী ছিল।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’