<p style="text-align:justify">ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাত্তার ওরফে হাসান (৫০) নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।</p> <p style="text-align:justify">বুধবার (৮ জানুয়ারি) ভোরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p> <p style="text-align:justify">ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাজতি সাত্তারকে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি।</p> <p style="text-align:justify">সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।</p> <p style="text-align:justify">কারা সূত্রে জানা যায়, মৃত সাত্তার ধামরাই থানার ডাকাতি মামলায় বন্দি ছিলেন। ধামরাই থানার মামলা নং ০৬(১)২৫ ধারা ৩৯৪/৩৯৭ পোনাল কোড।</p> <p style="text-align:justify">মৃত সাত্তারের গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার সাহের মন্ডল গ্রামে। তার বাবার নাম মৃত ইয়াকুব বেপারী।</p>