<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ৩ জানুয়ারি শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। পরের দিন শরীরের অবস্থার আরো অবনতি হলে ভর্তি করা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে চার দিন চিকিৎসা শেষে এখন মোটামুটি সুস্থ তিনি, ফিরেছেন বাসায়। তবে এখনই শুটিংয়ে ফিরতে নিষেধ করেছেন চিকিৎসক। শরীরের ওপর যে ধকল গেছে, সেটা কাটিয়ে উঠতে আরো কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাটক প্রযোজনা সংস্থা সুলতান এন্টারটেইনমেন্টের কনটেন্ট অফিসার আহমেদ রিজভী। ফারহানের সর্বশেষ নাটক </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সুইট ফ্যামিলি</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> মুক্তি পেয়েছে তাঁদের ইউটিউব চ্যানেলে। এটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ২য়। রিজভী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা নিয়মিত ফারহানের খোঁজ-খবর রাখছি। ভালোবাসা দিবস ও ঈদের জন্য বেশ কয়েকটি প্রজেক্ট হওয়ার কথা তাঁর সঙ্গে। তিনি এখন মোটামুটি সুস্থ। আশা করছি, সামনের সপ্তাহ থেকে শুটিং করতে পারবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>