<p style="text-align:justify">বগুড়ায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টায় শহরের নিশিন্দার এলাকায় নিজ বাড়িতে তার ওপর হামলা চালানো হয়।</p> <p style="text-align:justify">পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন।</p> <p style="text-align:justify">হামলার শিকার হারুনুর রশিদ সাজু (৫০) শহরের নিশিন্দারা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা।</p> <p style="text-align:justify">বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক লালন হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও রড) দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি। তবে তার অবস্থা আশঙ্কাজনক।</p>