<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর বিএনপি। এ লক্ষ্যে স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা ও সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে থানায় থানায় নেতৃত্ব নির্বাচন করেছে দলটির মহানগর শাখা। শেষ হয়েছে এসব স্তরের সম্মেলনও। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের অতিথি করতে চান মহানগর শাখার নেতারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলটির নেতাদের দাবি, খুলনায় ফের দলের ঘাঁটি গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য তৃণমূলের মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। এ ছাড়া বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের সবুজ সংকেত পেলেই সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলটির মহানগর মিডিয়া সেল ও নেতাকর্মীরা জানান, ২০২১ সালে খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিনের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে এস এম শফিকুল আল মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়। পরে ২০২২ সালের ১ মার্চ ঘোষণা করা হয় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। বিদায়ি সরকারের দমন-পীড়ন, মামলা, বিভাগীয় সমাবেশ, লং মার্চ ও কারাবাস চ্যালেঞ্জের মুখে পড়ে আহ্বায়ক কমিটি। এ অবস্থায় প্রথমে নগরজুড়ে ৩৪টি ইউনিটে প্রায় ৫০ হাজার সদস্য সংগ্রহ করেছে দলটি। ওই কমিটি প্রথমে ভোটের মাধ্যমে থানা আহ্বায়ক কমিটি ও পরে সম্মেলন-কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করে। ওয়ার্ড কমিটির নেতারা পরে সম্মেলনের মাধ্যমে নগরীর পাঁচটি থানা কমিটি নির্বাচিত করেছেন। এরই মধ্যে মহানগরের পাঁচটি থানা, ৩১টি ওয়ার্ড ও তিনটি ওয়ার্ডে উৎসবমুখর ভোটের মাধ্যমে কমিটি গঠন শেষ হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর নেতারা জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটি সম্মতি দিলে চলতি মাসের শেষের দিকে তাঁরা সম্মেলন ও কাউন্সিল করতে চান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর আহ্বায়ক ও সদস্যসচিব মহানগর সম্মেলন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। আমরা তাঁদের নির্দেশনায় কাজ এগিয়ে রাখছি। কেন্দ্রের সবুজ সংকেত মিললেই সম্মেলনের আয়োজন করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রের নির্দেশ পেলে জানুয়ারির শেষ দিকে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে মহানগর সম্মেলন করতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>