<p style="text-align:justify">বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের দলের স্পষ্ট অবস্থান জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন স্থানীয় সরকার নির্বাচন একসেপ্ট করব না।’</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পৌর অডিটরিয়ামে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।</p> <p style="text-align:justify">ড. আসাদুজ্জামান রিপন সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার সংস্কারের কথা বলছে। সংস্কারের জন্য এক বছর লাগে না। সরকারের মধ্যে অনেকেই বলেছেন অল্প সংস্কার হলে এক বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। তারা বেশি সংস্কার হলে কত দিন লাগবে? তা বলে না। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, বেশি সংস্কার হলেও নির্বাচন ৬ মাসের মধ্যেই সম্ভব।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সরকার নিজেও কোনো সংস্কার করছে না। পাবলিক সার্ভিস কমিশনের কোনো সংস্কার ছাড়াই পাবলিক সার্ভিসে নিয়োগ দিয়েছে, নির্বাচনে কমিশনের কোনো সংস্কার ছাড়াই তারা নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। বিচার বিভাগে সংস্কার না করে তারা বিচার বিভাগে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনে সংস্কার না করে তারা দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিয়েছে। মুখে তারা সংস্কারের কথা বলছে বাস্তবে তারা নিজেদের লোক বসিয়ে দিচ্ছে। যাদের নিয়োগ দিয়েছে তারা যোগ্য মানুষ, সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ। সবই ঠিক আছে। কিন্তু এসব নিয়োগ সংস্কারের মধ্য দিয়ে কেন নয়?’ </p> <p style="text-align:justify">মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জাম সেলিম, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।</p>