<p>নারায়ণগঞ্জ রূপগঞ্জে কালনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালনী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্বাচল ২২ সেক্টর সংলগ্ন কালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। </p> <p>মানববন্ধনে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন।</p> <p>মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনের মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে। এই মাঠ ছাড়া খেলার জন্য তাদের আর কোনো মাঠ নেই। কিছুদিন ধরে রাজউক মাঠটি দখলে নিয়ে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে।</p> <p>তাদের দাবি এ মাঠটি যেন রাজউক কর্তৃপক্ষ তাদের খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735890818-03d5c6705e07d336490f1c78b3aff8a6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতে ঠোঁট ফাটা রোধের ঘরোয়া উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/03/1464439" target="_blank"> </a></div> </div> <p>রাজউকের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে এলে শিক্ষার্থী ও এলাকাবাসী মাঠটি বরাদ্দের জন্য জোর দাবি জানায়। এ সময় প্রতিনিধিদল বিষয়টি নিয়ে রাজউক চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত এর সমাধান দেবেন বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করে।</p>