<p style="text-align:justify">ফরিদপুরে অরক্ষিত লেভেলক্রসিংয়ে ধাক্কা লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ভুঁইয়াপাড়া এলাকায়। একসঙ্গে তাদের মৃত্যুতে আহাজারি করছেন স্বজনরা। </p> <p style="text-align:justify">মঙ্গলবার দুপুরের দিকে এ খবর এলাকায় পৌঁছালে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা ওই বাড়িতে ছুটে আসেন। বর্তমানে পুরো এলাকার মানুষজন শোকে স্তব্ধ হয়ে রয়েছে। দুর্ঘটনায় এমন মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছে আত্মীয়-স্বজনরা। এই ঘটনাকে সৃষ্টিকর্তার ইচ্ছা বলে নীরবে মেনে নিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ ক্ষুব্ধ কণ্ঠে অরক্ষিত লেভেলক্রসিংয়ের জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন।</p> <p style="text-align:justify">নিহতরা হলেন নারায়ণগঞ্জ শহরের ফাহমিদা শারমিন মুন, তার স্বামী মামুন চৌধুরী লিটন, মুনের চাচাতো বোন সাদিয়া আফরিন সাজু। অন্য দুজন হলেন মুনের দুই ভাইয়ের স্ত্রী উম্মে মাহমুদা রিংকু এবং আতিফা রহমান ভুঁইয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কনে দেখতে যাওয়া হলো না, নিহত ৫ জন একই পরিবারের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736247905-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কনে দেখতে যাওয়া হলো না, নিহত ৫ জন একই পরিবারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/07/1466071" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">নিহতদের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী আবু সাঈদের একটি প্রাইভেট কার এবং তার ভগ্নিপতি মামুন চৌধুরী লিটনের ব্যক্তিগত মাইক্রোবাস নিয়ে তারা মঙ্গলবার ভোরে ফরিদপুরের উদ্দেশে রওনা হন। সেখানে তারা আবু সাঈদের শ্বশুরবাড়িতে সাক্ষাৎ শেষে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।</p>