<p>‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে সাত দফা দাবি সম্বলিত জুলাই অভ্যূত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, ‘৭১ যেমন আমাদের শেকড়, তেমনি ২৪ আমাদের অস্তিত্ব।’</p> <p>বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে বিকেলে নরসিংদীর তরোয়া জেলাখানা মোড় এলাকায় শেষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অভ্যুত্থানকালীন সময়োপযোগী সংবাদ দিয়েছে কালের কণ্ঠ : উমামা ফাতেমা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736343709-e6a39dcf3ab7150072bd72426ca1c33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অভ্যুত্থানকালীন সময়োপযোগী সংবাদ দিয়েছে কালের কণ্ঠ : উমামা ফাতেমা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466530" target="_blank"> </a></div> </div> <p> <br /> সারজিস আলম বলেন,  ‘নরসিংদী হচ্ছে ২৪ এর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের গণহত্যার একটি রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি শেখ হাসিনার নির্দেশে এই নরসিংদীর যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা, এদই নরসিংদীর পুলিশ নামক কিছু সন্ত্রাসীরা আমাদের ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছিল। এখানেই কেউ কেউ পোশাকে, কেউ কেউ পোশাক ছাড়া। কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমার নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার সাথে এখানে রয়েছেন নরসিংদীর বীর শহীদ তাহমিদের বাবা। আপনাদের স্বাক্ষী রেখে একটি কথা বলতে চাই, এই গণঅভ্যুত্থানে যে আশা-আকাঙ্খাকে সামনে রেখে এতোগুলো মানুষ রক্ত দিল, জীবন দিল, যেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এতো প্রাণহানি ঘটলো, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেসন করতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘দেশে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736341300-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘দেশে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466524" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে, তারা এই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে। কিন্তু এই সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘোষণাপত্র সেটি পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে। আমরা সব রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি তাদের বলতে চাই, এই আন্দোলন ছিল আমাদের সবার। এই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। তাই আমাদের এই সংগ্রামের ইতিহাস, ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানের ডকুমেন্টেসনে থাকা উচিত। ৭১ যেমন আমাদের শেকড়, তেমনি ২৪ আমাদের অস্তিত্ব। এই অস্তিত্ব যেন ইতিহাসের অংশ হয়ে রাখতে পারি এবং সেখানে আমাদের শহীদদের কথা, বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী আন্দোলন নামক প্লাটফর্মটির কথা, যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করেছে, সকল সিস্টেমগুলোর সংস্কারের কথা, প্রত্যেকটা মানুষ যেই পেশারই হউক, সে যেন সমতার অধিকারটুকু পায়। এছাড়া খুনি হাসিনাসহ যাদের কথায় এতো মানুষকে হত্যা করা হয়েছেম রক্ত জড়ানো হয়েছে, তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথা এই ঘোষণাপত্রে থাকতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘দেশে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736341300-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘দেশে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466524" target="_blank"> </a></div> </div> <p>সশস্ত্রবাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে সারজিস আলম বলেন, আমি পুলিশবাহিনীসহ সশস্ত্রবাহিনীর সদস্যদের অনুরোধ করবো, খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে। আপনাদেরকে এই ইমেজ কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। দয়া করে আপনারা জণগনের বন্ধু হয়ে উঠুন। দয়া করে ওই টাকার দিকে আর তাকাবেন না। খুনি শেখ হাসিনা আপনাদের ওই টাকার রাজ্যে নিয়ে গিয়ে আপনাদের মানসম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। এখন থেকে আপনারা মাথা উচু করে, শির দারা উচু করে আগামীর বাংলাদেশে বেঁচে থাকুন। আপনার পোশাকের মর্যাদা রক্ষা করুন।<br />  <br /> তিনি আরো বলেন, এই অর্ন্তবর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এটা আমাদের অভ্যুত্থানের সাথে জড়িত, আমাদের রক্তের সাথে জড়িত, এটা আমাদের জীবনের সাথে জড়িত, এখানে বিন্দুমাত্র এদিক ওদিকের সুযোগ নেই। আমরা আশা করছি অতি দ্রুত এই অভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারের সাথে কথা বলে, এই অর্ন্তবর্তীকালীন সরকার দেশের মানুষের সামনে নিয়ে আসবেন। তার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে আমাদের এই প্রচারণা চালানো হবে। যেই রক্ত দিয়ে এই নরসিংদী কুলসিতমুক্ত হয়েছে, সেই রক্ত যেন বৃথা না যায় আমরা ঐক্যবদ্ধভাবে সেই স্পিরিটকে ধারন করে আগামীর বাংলাদেশ গড়বো।</p>