<p style="text-align:justify">নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ। </p> <p style="text-align:justify">বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় তারকাঁটা বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড় শ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসে। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ সময় কাজ না করেই ফিরে যায় তারা।</p> <p style="text-align:justify">তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।</p>