ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

নওগাঁ মেডিক্যাল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
নওগাঁ মেডিক্যাল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সমাবেশ
সংগৃহীত ছবি

নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণির-পেশার মানুুষ অংশ নেন।

নওগাঁ মেডিক্যাল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ,  নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক, শিক্ষার্থী হাসিবুল হাসান রাকিব, নুসাইবা বিনতে হক প্রমুখ।

 

আরো পড়ুন
বিএলএ কারা, কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে

বিএলএ কারা, কেন পাকিস্তানে হামলা চালাচ্ছে

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নওগাঁ মেডিক্যাল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিক্যাল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের সিদ্ধান্ত থেকে সংশ্লিষ্টরা সরে এসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান বক্তারা। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা শরীফ মাহমুদ চট্টগ্রাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা শরীফ মাহমুদ চট্টগ্রাম কারাগারে
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশে দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সাংবাদিকদের জানান, আজকে (২১ মার্চ) শরীফ মাহমুদকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি রফিক আহমেদ জানান, আটক শরীফ মাহমুদকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সরকারি ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা রয়েছে। এই ব্যাপারে দুদকের সঙ্গেও যোগাযোগ করা হয়।

দুদক পরবর্তী করণীয় ঠিক করবে।

গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে শরীফ মাহমুদকে অবরুদ্ধ করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। এই খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের স্বাক্ষর করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল।

তাই তাকে আটক করতে হবে।

মন্তব্য

বাঘায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বাঘায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘা উপজেলায় অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ছয় দিন পর রাজশাহীর র‌্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকার মুক্তার আলীর ছেলে তুষার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তুষার এক গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনার তিন দিন পর ১৮ মার্চ সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। মামলা রেকর্ড করার দুদিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‌্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বেলপুকুর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। আসামি তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

আরো পড়ুন
‘গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে’

‘গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে ফ্যাসবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে’

 

এ ঘটনায় শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করেছে র‌্যাব। বাঘা থানার (মামলা) তদন্ত কর্মকর্তা (এস.আই) প্রদ্যুৎ কুমার বিষয়টি নিশ্চিত করেন। 

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। তবে শেষ পর্যন্ত  তাকে গ্রেপ্তার করছে রাজশাহী র‌্যাব-৫। 

মন্তব্য

আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, আনায়ারা
নিজস্ব সংবাদদাতা, আনায়ারা
শেয়ার
আনোয়ারায় আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

আনোয়ারা উপজেলায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপি নেতার দায়ের করা মামলার ৮৯ নং আসামি।

শুক্রবার বেলা ১২টার দিকে আনোয়ারা সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিএনপি নেতার মামলার ৮৯ নং আসামি উৎপল সেনকে আজ দুপুরে তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’

‘ভোটাধিকার প্রয়োগের নূন্যতম বয়স ১৬ করতে হবে’

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ

কুমিল্লায় কর ফাঁকি দিয়ে আসা ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটকবাজার পোস্ট বিজিবি সদস্যরা শুক্রবার ভোরে অভিযান চালায়।

অভিযানে জেলার সদর উপজেলার শ্রীপুরে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ লাখ ৬৫ হাজার ২শ টি আতশবাজি জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৩ লাখ ৪ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে জানিয়েছে বিজিবি। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ