নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণির-পেশার মানুুষ অংশ নেন।
নওগাঁ মেডিক্যাল কলেজ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ইস্কেন্দার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, ব্যবসায়ী প্রতিনিধি মনিরুল হক, শিক্ষার্থী হাসিবুল হাসান রাকিব, নুসাইবা বিনতে হক প্রমুখ।