<p>বাবা-মায়ের গায়ে হাত তুলেছে ছেলে। তবে এক কিংবা দুই দিন নয়, দিনের পর দিন। তাই বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দিতে বাধ্য হলেন জন্মদাতা সেই বাবা ও মা। </p> <p>এমন অভিযোগের ঘটনা সরেজমিন গিয়ে নিশ্চিত হন সরকারি প্রশাসনের কর্মকর্তারা। অবশেষে অভিযুক্ত ছেলে দোষ স্বীকার করায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদরের রামদাসদী আশ্রয়ণ প্রকল্পের কাছে এমন ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল চৌধুরী মানিক (৩৬) পেশায় অটোরিকশা চালক।</p> <p>ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত জানান, দরিদ্র বাবা আজিজুল হক চৌধুরী ও তার স্ত্রীকে মারধর করতো তাদের ছেলে মানিক। কারণ ছিল মাদকদ্রব্য কেনার জন্য টাকা। আর মাদকাসক্ত এই ছেলে চাহিদা মতো টাকা না পেলেই হাতের কাছে যা পেত। তা দিয়ে বাবা ও মাকে মারধর করত ছেলে মানিক।</p> <p>তিনি আরো জানান, ছেলের হাতে মার খেয়ে অসহ্য হয়ে শেষ পর্যন্ত তার কাছে লিখিতভাবে অভিযোগ দিতে বাধ্য হন বাবা আজিজুল হক চৌধুরী।  </p> <p>এদিকে, ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্ত ছেলে মানিককে। এসময় দোষ স্বীকার করে অনুতপ্ত হন মানিক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় তাকে। শুধু তাই নয়, অপরাধের সাজা ভোগের পর নতুন করে আর কখনো বাবা ও মায়ের গায়ে হাত তুলবে না। লিখিতভাবে এমন মুচলেকাও আদায় করা হয়। </p> <p>ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেন খান। এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। </p> <p>পরে সাজাপ্রাপ্ত ইসমাইল চৌধুরী মানিককে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।</p>