<p>আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব আল হাসানকে খেলানোর চেষ্টার কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে জন্য অনেক কাঠখড় পোড়ানোর ব্যাপার থাকলেও তা একদমই নেই তামিম ইকবালের ক্ষেত্রে। কিন্তু তিনি আদৌ খেলতে চান কি না, সেই প্রশ্নের সুনিশ্চিত কোনো উত্তর এখন পর্যন্ত নেই। না থাকলেও বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি পরিকল্পনায় আছেন এ দুই তারকা ক্রিকেটারই।</p> <p>আগামী ১৫ জানুয়ারির মধ্যে আইসিসিতে অংশগ্রহণকারী আট দেশের দল জমা দিতে হবে। সে জন্য আপাতত ১৯ ক্রিকেটারের যে তালিকা করেছেন নির্বাচকরা, তাতে সাকিবের পাশাপাশি তামিমও আছেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাঁচে পাঁচ করতে সহজ লক্ষ্যই পেল রংপুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736240584-4e28bebed1863b9334febd6202d0adb7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাঁচে পাঁচ করতে সহজ লক্ষ্যই পেল রংপুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/07/1466031" target="_blank"> </a></div> </div> <p>১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। বিসিবি ১২ জানুয়ারি  নিজেদের দল জমা দেবে বলে জানা গেছে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে সূত্র নিশ্চিত করেছে, সাকিব-তামিম ছাড়াও অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহও আছেন ১৯ সদস্যের খসড়া দলে। নতুন কোনো চমক নেই।</p> <p>মূলত ওয়ানডে দলের নিয়মিত পারফরমাররাই সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তাবিত দলে। তবে গতকাল এক নির্বাচক জানিয়েছেন, দল গঠনে বিপিএলের কয়েক রাউন্ডের পারফরম্যান্সকেও মূল্যায়ন করবেন তাঁরা। নিয়মিত ওয়ানডে যাঁরা খেলেন, তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।</p>