<p>বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের দেশের প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতায় আসার পর রাজনৈতিক নেতারা ও তাদের সঙ্গে থাকা বেকার যুবকেরা মনে করে, আগে অন্যরা চাঁদাবাজি করেছে, এখন থেকে আমরা করব।</p> <p>গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া মাঠে মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310269-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466364" target="_blank"> </a></div> </div> <p>ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ইঙ্গিত করে মামুনুল হক বলেন, ‘দেশের তাগড়া তাগড়া যুবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার ছাত্র ও খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের যখন হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়। যখন জনগণের রক্তে এই দেশ ভাসছিল। তখন সেই দেশের শাসক খাওয়ার জন্য তার বাসায় ১২ পদের খাবার প্রস্তুত করেছিল। এটা শুধু তাদের জন্যই সম্ভব হয়েছিল। কারণ তারা রাষ্ট্র ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল।</p> <p>আমাদের দেশে যারা যখন ক্ষমতা পায়, বয়স যতই হোক তখন তাদের চেহারার উজ্জ্বলতা বাড়তে থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতা হারানোর পর আবার তাদের চেহারা শুকিয়ে যায়। শেখ হাসিনাকে তো এখন আর দেখা যায় না। ৭৭ বছরের শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যেন প্রতিবছর তার বয়স কমতে ছিল। ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার মাত্র এক বছর পর শেখ হাসিনার চেহারার দিকে তাকিয়ে দেইখেন, কেমন দেখা যায়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে হাটে শ্রম বিক্রি করতে আসেন কৃষাণরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736312509-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে হাটে শ্রম বিক্রি করতে আসেন কৃষাণরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466371" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘বড় নেতা থেকে শুরু করে পাতি নেতারাও মনে করে এখন আমরা ক্ষমতায়, তাই আমাদের লুটেপুটে খাওয়ার দিন এসেছে। কারণ ইসলামি রাজনীতি আমাদের দেশের মানুষকে আমরা শেখাই নাই। যদি ইসলামি রাজনীতি জাতি বুঝত, তাহলে তারা মনে করত—এতদিন যা করেছি সব অন্যায়। এতদিন যে ভোগ বিলাসিতা করেছি, তা আর এখন থেকে করা যাবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ঢাকার ঢালকানগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ফরিদপুর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মিজানুর রহমান, মুফতি কামরুজ্জামান, আল্লামা হেলালুদ্দিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।</p>