<p>নোয়াখালীর সোনাইমুড়ী থানায় লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পার থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।</p> <p>নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, ৫ আগস্ট দুষ্কৃতকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে। ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। </p> <p>অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম বলেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।</p> <p>মো. ইব্রাহিম আরো বলেন, ৫ আগস্ট একদল সন্ত্রাসী থানায় আক্রমণ করে দুই পুলিশকে হত্যা করে অস্ত্র-গোলা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p>