<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাবো গ্রামে শামসুদ্দিন নামের এক কৃষককে মারধর করে ছিনিয়ে নেওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। তবে গরু ছিনিয়ে নেওয়া ব্যক্তিরা ওই কৃষককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাদনের টাকা দিতে দেরি হওয়ায় ওই কৃষককে মারধর করে দুটি গরু ছিনিয়ে নেওয়া হয়। এসংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ গরু দুটি উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী শামসুদ্দিনের অভিযোগ, গরু ফিরে পেলেও সন্ত্রাসীরা তাঁকে হুমকি দিচ্ছেন। ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে স্থানীয় বিএনপির সাবেক নেতা বুলবুল জানান, কৃষককে মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁরা পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফাত্তাহ খানের অনুসারী। তাঁরা ফাত্তাহ খানের ছবি যুক্ত করে নিজেদের পোস্টারও বানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হামিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা বিএনপি নেতা ফাত্তাহ খানের লোকজন। পাগলা থানার ওসি ফেরদৌস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আলম বলেন</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">, </span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাখ ৭৫ হাজার টাকা ধার নিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন কৃষক শামসুদ্দিন। টাকা ফেরত দিতে দেরি হওয়ায় গরু ছিনিয়ে নিয়ে তাঁকে মারধর করা হয়। গত শুক্রবার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিকেলে গরু</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুটি</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্ধার করে ওই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কৃষককে ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবস্থা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেওয়া হবে।</span></span></span></span></p>