<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামার সীমান্তবর্তী ফাঁসিয়াখালীর গহিন বনের ভেতরে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে সন্তানসম্ভাবনা একটি বুনো হাতি। একই সময়ে দলছুট হাতির আক্রমণে নিহত হয়েছেন ধানক্ষেত পাহারায় থাকা এক কৃষক।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৬ জানুয়ারি  রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ কুমারীর চাককাটা ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত হাতিটির বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করছেন বন বিভাগ কর্মকর্তারা। নিহত কৃষকের নাম ফরিদুল আলম (৪০)। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে। লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানান, বৈদ্যুতিক ফাঁদেই হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ১০০ গজের অনতিদূরে হাতিটির আক্রমণে কৃষক ফরিদুল আলমের মৃত্যু হতে পারে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা। তিনি বলেন, রাতে পাহারা দেওয়ার সময় বন্য হাতির একটি পাল ধানক্ষেতে নেমে পড়ে। এ সময় হাতিকে তাড়ানোর চেষ্টা করলে দলছুট একটি হাতি কৃষক ফরিদকে শুঁড় দিয়ে আছড়ে মেরে ফেলে। </span></span></span></span></span></p>