<p>‘আমরা তরুণ, মানবতার সেবাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ‘ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন’-এর ৮ম বর্ষপূর্তিতে নানা কর্মসূচি পালিত হয়েছে।</p> <p>এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটরিয়ামে ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে তারুণ্যের সম্প্রীতি সম্মেলন ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।</p> <p>সংগঠনের সভাপতি এস এম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রুমানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।</p> <p>এ ছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।</p>