<p>অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের খবরে গত কয়েক দিন বিনোদনপাড়া চাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় তাহসান ও নববধূ রোজা আহমেদ। নেটিজেনরা শুভ কমনা জানাচ্ছেন তাদের। এরই মধ্যে আজ মঙ্গলবার হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি।</p> <p>এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।</p> <p>শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদল, যেসব বিষয় আলোচনায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736233343-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদল, যেসব বিষয় আলোচনায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/07/1465998" target="_blank"> </a></div> </div> <p>বিয়ের পরপরই তাহসান ভক্তদের জন্য আসলো আরো এক সুখবর। জানা গেছে, এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তাহসান। শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী। </p> <p>গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর—তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/07/1736232116-d272dec0c9ccdfcab41dc7fa21a9f577.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাহসানের বিয়ে ও মেজর ডালিমকে নিয়ে যা বললেন জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/07/1465994" target="_blank"> </a></div> </div> <p>তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা। </p> <p>গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই; নির্মাণ করা হয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায়। </p>