আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচি পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, নদ-নদী দখল ও দুষণের কারণে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়েছে। শিল্প বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, জাহাজি বর্জ্য এবং কৃষি রাসায়নিকের কারণে নদী দূষণ বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তন এই সংকট আরো বাড়িয়ে দিচ্ছে। তাই সংকট মোকাবেলায় নদ-নদী রক্ষায় সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে।
আজ শুক্রবার (১৪ মার্চ) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে দেশব্যাপী নানান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতৃত্বে ২০টি পরিবেশবাদী সংগঠন নদ-নদী ও খাল দখল-দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বুড়িগঙ্গা নদী সরেজমিনে পরিদর্শন কর্মসূচি পালন করে।
বাপার নির্বাহী সদস্য ড. হালিম দাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস, বাপার যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, বাপা’র নির্বাহী কমিটির সদস্য জাভেদ জাহান, বাপা জাতীয় পরিষদ সদস্য হাফিজুল ইসলাম, গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক আরিফুর রহমান, সিডাব্লিউএফ’র সভাপতি শাহ্ ইশরাত আজমেরী, সিডিপি’র এ্যডওয়ার্ড এলিয় মধু, এএলআরডি’র সানজিদা খান, নবাব বাগিচা সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদের মো. সেলিম, গ্রীন ভয়েসের তিতলি নাজনীন, ডাব্লিউবিবি ট্রাস্টের বাবুল মিয়া, ক্যাপসের সাকিব আল হাসান, বারসিকের হেনা আক্তার রুপা প্রমুখ।
নরসুন্দাকে বাঁচাতে প্রাণের আকুতি
নদী বিষয়ক পত্রিকা ‘রিভার বাংলা’র আয়োজনে শুক্রবার সকালে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘আমার নাম নরসুন্দা, আমি বাঁচতে চাই’ শীর্ষক আলোচনা সভা সঞ্চালনা করেন কলামিস্ট গাজী মহিবুর রহমান। সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো. আব্দুল গনি, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম সেলিম, লেখক ও সাংবাদিক মু আ লতিফ, মহিলা পরিষদ নেত্রী অতিয়া হোসেন, অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. শেখ মেহেদী হাসান, নিরাপদ সড়ক চাই-এর ফিরোজ উদ্দিন ভূঁইয়া, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির নেতা মো. রুহুল আমীন, ছড়াকার বিজন কান্তি বণিক, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, ডা. নৌশাদ কায়সার পাঠান, সমাজকর্মী কাজী অলি, বিবর্তন থিয়েটারের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীম, গল্পকার মুহাম্মদ শামীম রেজা, সমাজকর্মী মোবারক হোসেন, রিভার বাংলার প্রকাশক তানভীর আহমেদ তুষার, ছাত্রনেতা সাব্বিরুল হক তন্ময় প্রমূখ।
সুন্দরবনের নদীতে অবস্থান কর্মসূচি
দিবসটি উপলক্ষে শুক্রবার বাগেরহাটের মোংলা ও পশুর নদীর মোহনায় নদী পরিদর্শন ও নদীতে অবস্থান কর্মসুচি পালন করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যক্ষ মো. সেলিম, পরিবেশযোদ্ধা মোস্তাফিজুর রহমান মিলন, গীতিকার মোল্লা আল মামুন, নারীনেত্রী কমলা সরকার, সুন্দরবন রক্ষায় আমরা’র নাজমুল হক, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, নদীকর্মী হাছিব সরদার প্রমুখ।