আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবি পার্টির
এবি পার্টি আয়োজিত ইফতার মাহফিল

বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব:) হেলাল উদ্দিন বলেছেন, আমাদের মধ্যে চিন্তার পরিচ্ছন্নতা থাকলে শিশু আছিয়াকে এই ছোট্ট বয়সে জীবন দিতে হতো না। আমাদের চারপাশে কিছু মানুষের নোংরা মানসিকতা ও পাশবিকতার কারণেই শিশু আছিয়ার সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অবিলম্বে শিশু আছিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) এবি পার্টি আয়োজিত চলমান গণ-ইফতারের ১৩তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

 

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় গণ-ইফতারে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহবায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল হেলাল আরও বলেন, আমরা বিগত স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি ছাত্রজনতার নেতৃত্বে। গত জুলাই গণঅভ্যুত্থানে রিকশাওয়ালারা নায়কোচিত ভূমিকা পালন করেছেন, ওই কঠিন সময়ে যখন অ্যাম্বুলেন্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বন্ধ করে দেওয়া হয়েছিলো, তখন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরাই বিকল্প অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছেন। আপনারাই এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন।

 
এবি পার্টি আপনাদের নিয়েই একটি বৈষম্যবিহীন রাষ্ট্র গঠন করতে চায়।

সভাপতির বক্তব্যে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন বলেন, বিগত ফ্যাসিবাদি শাসন ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। গোটা রাষ্ট্র ব্যবস্থা লুটপাটের মহা উৎসবে পরিণত করা হয়েছিল। বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ওয়েস্টিন হোটেলে ‘ঢাকা গালা’ প্রদর্শনী শুরু আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ওয়েস্টিন হোটেলে ‘ঢাকা গালা’ প্রদর্শনী শুরু আজ
ওয়েস্টিন হোটেল

এবার আরো বড় পরিসরে ফিরছে ‘ঢাকা গালা’। আজ শনিবার রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিনের বলরুম ২ ও ৩-এ অনুষ্ঠিত হবে এই প্রিমিয়াম লাইফস্টাইল এক্সপো।

আয়োজকরা জানান, বিগত বছর বেগ এজওয়াটারে আয়োজিত প্রদর্শনীটির সফলতার পর এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই ইভেন্ট। দুই দিনের এই প্রদর্শনীতে ফ্যাশন, জীবনধারা, সৌন্দর্য এবং খাদ্যশিল্পের শীর্ষ ব্র্যান্ডগুলো অংশগ্রহণ করবে, যা ব্যবসায়ীদের জন্য একটি অভিজাত নেটওয়ার্কিং এবং বিক্রয় প্ল্যাটফরম হিসেবে কাজ করবে।

নিরাপত্তা ও ভেন্যু নির্বাচন : অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতে ওয়েস্টিন ঢাকার উন্নত নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের উপস্থিতি ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে এটি আয়োজকদের প্রথম পছন্দ হয়েছে।

প্রদর্শনীর প্রধান আকর্ষণ ৫০টির বেশি দেশসেরা ব্র্যান্ড তাদের প্রিমিয়াম পণ্য প্রদর্শন করবে। যা উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্পনেতাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত ১২টা অবধি চলবে, শেষ হবে আগামীকাল রবিবার।

মন্তব্য

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
সংগৃহীত ছবি

রাজধানীতে কেনাকাটার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি। না হলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। তাই জেনে নিন শনিবার (১৫ মার্চ) রাজধানীর কোন কোন এলাকার শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শরিফ ম্যানশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সংগৃহীত ছবি

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য

মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় শিশু মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. ইয়াসিন নামে এক মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান অঞ্চলের সহকারী কমিশনার নাসিম এ গুলশান গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তিনি কয়েকদিন ধরে শিশুটিকে বলাৎকার করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার শিশুটি নিপীড়নের শিকার হয়। পরে সে বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের এ বিষয়ে জানায়। তাদের মাধ্যমে আশপাশের লোকজনও বিষয়টি জানতে পারেন। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর ইয়াসিনকে ধরে পিটুনি দেয় জনতা।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে দক্ষিণখান থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী এবং তার পরিবারের অভিযোগ, অন্তত তিনবার শিশুটিকে বলাৎকার করেন ওই শিক্ষক। এ খবর জানার পর শত শত মানুষ মাদরাসার সামনে গিয়ে ভিড় জমান। তারা ইয়াসিনকে মারধর করেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষকের সামনে উপস্থিত হয়ে সবার সামনেই ঘটনার বর্ণনা দিচ্ছে শিশুটি। তখন ইয়াসিনকে আরো মারধর করে উত্তেজিত জনতা। আর সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছেন অভিযুক্ত শিক্ষক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ