রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু-কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মুগদা এলাকায় ধর্ষণের শিকার হয়েছে তিনজন। তাদের একজনের বয়স ১৩ বছর, একজনের ১২ ও আরেকজনের ১৫ বছর। খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর।
এদের মধ্যে সকাল ১০টার দিকে একজন, সকাল ১১টার দিকে একজন, সাড়ে ১১টার দিকে একজন ও আরেকজনকে ভর্তি করা হয় দুপুর ১টার দিকে।
তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
আরো পড়ুন
কুমিল্লায় মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন জানিয়েছেন, ১৯ মার্চ ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) নামে জনৈক ব্যক্তি, ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করেছে বলে থানায় অভিযোগ করেন। পরে অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একই থানা এলাকায় গত ১৮ মার্চ ১৩ বছরের কিশোরীকে প্রতিবেশী পিন্টু চন্দ্র দাস ছাদের ওপর নিয়ে ধর্ষণ করেন।
এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময়ে কিশোরীর বাবা রিকশাচালক ও মা দুজনেই বাইরে ছিলেন। গ্রেপ্তাররা দায় স্বীকার করেছেন। পরে তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। সেখান থেকে আদালত তাদের কারাগারে পাঠান।
অন্যদিকে একই থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম জানিয়েছেন, গত ১৮ মার্চ ১৫ বছর কিশোরীকে তার পূর্বপরিচিত সিয়াম (১৮) নামে যুবক ধর্ষণ করেন। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) থানায় মামলা করা হয়।
আরো পড়ুন
মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা
খিলগাঁওয়ে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম আলিফ সিয়াম (২০) সত্যতা নিশ্চিত করে এসআই ইলিয়াস মাহমুদ বলেন, ছেলেটি পাশের বাসার পূর্বপরিচিত। গত ফেব্রুয়ারি মাসে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান। পরে মেয়ে পরিবার থানায় অভিযোগ করে। গত ২৩ ফেব্রুয়ারি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। গতকাল বুধবার মামলা হয়। ওই যুবক পলাতক রয়েছেন। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।