আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেছেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এর ভেতরেই কতিপয় ষড়যন্ত্রকারী। আওয়ামী স্বৈরাচারের দোসররা, দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না : এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৯তম গণইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, ‘আপনি (শেখ হাসিনা) চট করে আসার স্বপ্ন বাদ দেন। একবার এসেই দেখেন, আপনাকে আপ্যায়ন করার জন্য বাংলার জনগণ প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, ‘একজন নাগরিক হিসেবে আপনাদেরকে সবাইকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, এখান থেকে সব ধরনের উন্নয়ন হয়, এই ট্যাক্সের টাকায় গোটা রাষ্ট্র চলে। অথচ এই সরকারি অফিসগুলোতে আপনাদের সঙ্গে ন্যূনতম ভালো ব্যবহার করে না।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু প্রমুখ।
সম্পর্কিত খবর

স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে প্রতারণা করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক

একটি স্বার্থান্বেষী মহল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামে ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ভুয়া সংগঠনটি আগামীকাল ২৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সকল ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

ভোটারের বয়স সর্বনিম্ন ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি
অনলাইন ডেস্ক

নির্বাচনে ভোট দিতে ভোটারের বয়স সর্বনিম্ন ১৬ বছর এবং প্রার্থী হতে বয়স ২৩ বছর হতে হবে। নির্বাচন বিষয়ে সংস্কারের সুপারিশে এমন প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামীকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সংস্কার প্রস্তাবের ওপর দলটির মতামত জানানো হবে। সেখানে এসব মতামত জানাবে দলটি।
শনিবার (২২ মার্চ) দলটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার স্রেডশিট সাবমিশন এবং সংস্কার সমন্বয় কমিটির পরিচিতি উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে এনসিপি।
সারোয়ার তুষার বলেন, সংস্কার প্রস্তাবে বলা হয়েছে, প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর। আমরা মনে করছি, এটা ২৩ বছর হতে পারে।

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ফখরুল
অনলাইন ডেস্ক

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সকাল ১১টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য, নির্বাচন, সংস্কার ইস্যুসহ নানা বিষয় নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না।
সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন ফখরুল। তিনি বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলাগুলো সরে গিয়েছে, আলোচনায় আসছে তিনি কবে আসছেন। এ বিষয়ে সুনির্দিস্ট কোন দিনক্ষণ ঠিক হয়েছে কিনা? জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমরা সুনির্দিস্ট দিনক্ষণ ঠিক করিনি।
এর আগে সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নির্বাচন, জাতীয় ঐক্য ও সংস্কার ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'নির্বাচন আগে সংস্কার পরে' কিংবা 'সংস্কার আগে নির্বাচন পরে' এমন অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের করণীয় হল একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সমূহ সম্পন্ন করবে। জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্ভব।