<p style="text-align:justify">জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা হয়। এ হামলার ঘটনায় আজ সোমবার রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। </p> <p style="text-align:justify">তারা হলেন— মোহাম্মদ আবীর আহমেদ শরীফ ও কোরবান শেখ হিল্লোল। এই দুজনকে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার দিন নেতৃত্ব দিতে দেখা গেছে। এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আবাসন নিশ্চিতের দাবিতে ঢাবি ছাত্রীদের প্রতীকী অনশন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736148416-eb39ec846fe9471f0cb5bee172523bc2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আবাসন নিশ্চিতের দাবিতে ঢাবি ছাত্রীদের প্রতীকী অনশন</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/01/06/1465601" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">জানা গেছে, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের সঙ্গে ছিল পুলিশ। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।</p> <p style="text-align:justify">এর আগে, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে গণঅধিকার পরিষদ। এ ছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736148211-d317c75f8316d37650e1b9808122a754.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাড়ি</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/06/1465599" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">প্রসঙ্গত, রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলা হয়। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান আহত হন। হামলাকারীদের মারধরে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব আশরাফুল ইসলাম, এস এম রাফসানযানি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম সাকিব, সলিমউল্লাহ ও হিযবুল্লাহ আহত হয়েছেন। </p> <p style="text-align:justify">ফারুক হাসান জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন তিনি। </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফারুক হাসানের বক্তব্যের একপর্যায়ে তার দিকে তেড়ে আসেন মোহাম্মদ আবীর আহমেদ শরীফ। মঞ্চের ডান পাশ থেকেও সাইফুল ইসলাম নামের ব্যক্তি ফারুক হাসানকে বক্তব্য বন্ধ করতে হুমকি-ধমকি দেন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তখন তাদের সরিয়ে দেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বুমরাহর প্রসংশা করে পন্টিং বললেন, আমার দেখা সেরা ফাস্ট বোলিং সিরিজ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736147586-07a5e2b03142f7d55e9d542f846681fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বুমরাহর প্রশংসা করে পন্টিং বললেন, আমার দেখা সেরা ফাস্ট বোলিং সিরিজ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2025/01/06/1465596" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">হামলার ঘটনার বর্ণনা করে এক গণমাধ্যমকর্মী বলেন, ফারুক হাসান বক্তব্য শেষ করে মঞ্চে এসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে বসেন। আধা ঘণ্টা পর ফারুক হাসান চারজন সঙ্গীসহ সভাস্থল ত্যাগ করে চলে যান। তখন আবীর আহমেদ শরীফের নেতৃত্বে হামলা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন হিল্লোলসহ আরো অনেকে। হামলার শুরুতে ফারুকের সঙ্গে থাকা চারজন সরে ‍যান। এ সময় হামলা থেকে ফারুক হাসানকে রক্ষা করতে জাতীয় বিপ্লবী পরিষদের ১৫ জনের মতো নেতাকর্মী এগিয়ে যান।  </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, হামলায় অংশ নেওয়া তরুণরা ২৫ থেকে ৩০ জন ছিলেন, তাদের দেখে আহত মনে হয়নি। তারা ফারুক হাসানকে রক্ষা করতে যাওয়া নেতাকর্মীদের ওপরও চড়াও হয়। এ সময় সমাবেশস্থলের ৩০টিরও বেশি চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয়।</p> <p style="text-align:justify">হামলার পর একটি ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, “জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের ‘সন্ত্রাসীরা’ উপস্থিত ছিল। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত আক্রমণ করেছে। তার মানিব্যাগ ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।” তবে ভিডিও বার্তায় কারো নাম উল্লেখ করেননি ফারুক হাসান।</p> <p style="text-align:justify">হামলার পর গণঅধিকার পরিষদের রাশেদ খান জানান, ‘গণঅভ্যুত্থানে এই আহত ছেলেরাই (শরীফ ও হিল্লোল) ফারুক হাসানের ওপর বর্বর হামলা করেছে। এরা আজকে রাতেও জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে আছে। গণঅভ্যুত্থানের পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন! এই ছেলেগুলো কেন ফারুক হাসানের ওপর হামলা করল, নেপথ্যের কারণ জানা জরুরি। বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে ধারণা করছি। গোয়েন্দা সংস্থাকে সব কিছু অনুসন্ধান করতে হবে।'</p> <p style="text-align:justify">এ ছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।</p>