<p style="text-align:justify">গাজীপুরে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।</p> <p style="text-align:justify">জয়দবপুর জংশন স্টেশনের সিনিয়র মাস্টার মো. হানিফ জানান, ট্রেনটি বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে এসে জয়দেবপুর জংশন স্টেশনে ৪ নম্বর লাইনে দাঁড়ায়। যাত্রাবিরতি শেষে সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা করে। পয়েন্টস অতিক্রম করার সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে থেমে যায়। গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি আরো জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নাম্বার লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত হবে না।</p>