শীতলক্ষ্যাসহ নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশ। কর্মশালায় শীতলক্ষ্যা নদীগুলোর দখল ও দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অ্যাকশন প্ল্যান জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ।