<p>জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।</p> <p>আজ বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌর এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টারসহ তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন- ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ভুয়াপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736321077-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সকালে ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/08/1466405" target="_blank"> </a></div> </div> <p>ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাকটি দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে লোকোমাস্টারের অংশে ভেঙে যায়। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। রেলক্রসিংয়ে কেউ দায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় প্রায় ৫ ঘণ্টা ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে রেলযোগাযোগ বন্ধ থাকে।</p> <p>ট্রেনের লোকোমাস্টার সামছুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসেন। পথিমধ্যে তালুকদার বাড়ি রেলক্রসিং পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ৫ ঘণ্টা পর ট্রেনটি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736317258-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম তরুণীকে হিন্দু বলে প্রচার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466390" target="_blank"> </a></div> </div> <p>জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন বলেন, ‘আজ বুধবার সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।’</p> <p>জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিন জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/08/1736310269-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণচেষ্টা, বিজিবির বাধায় বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/08/1466364" target="_blank"> </a></div> </div>