<p>ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।</p> <p>ফরিদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে। বিস্তারিত পরে জানাতে পারবো।</p> <p>ফায়ার সার্ভিস জানিয়েছে, সংঘর্ষের পর মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।</p> <p>ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। </p>